বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৫:৩২

মেসির ৫০০ তম ম্যাচে বার্সেলোনার ১৮০

মেসির ৫০০ তম ম্যাচে বার্সেলোনার ১৮০

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার জার্সি গায়ে মেসির ৫শ’ তম ম্যাচ জয় দিয়ে রাঙালো বার্সেলোনা। বছরের শেষ ম্যাচে লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে কাতালানরা। চলতি বছর পাঁচটি শিরোপা জয় করা বার্সা এক বছরে সর্বাধিক গোলের রেকর্ড গড়ে মাঠ ছাড়ে। ২০১৫ সালে বার্সার গোল দাঁড়ালো ১৮০ গোল। তারা পিছনে ফেললো ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের করা ১৭৮ গোলের রেকর্ড। ঘরের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে অনুমিতভাবে প্রাধান্য বজায় রেখে খেলতে থাকে বার্সা। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টির সুযোগ পায় বার্সা। স্পটকিক থেকে গোলবারে মেরে পেনাল্টি মিস করেন নেইমার। কিন্তু তার ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বেটিসের হিকো ওয়েস্টারম্যান। এর চার মিনিট পরেই স্কোরবোর্ডে নাম লেখান লিওনেল মেসি। নেইমারের সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’ পাসে বার্সাকে ২-০ গোলের লিড এনে দেন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। তবে বিরতি থেকে ফিরেই সার্জিও বুসকেটসের সহায়তায় স্কোরলাইন ৩-০ করেন লুইস সুয়ারেজ। ম্যাচরে ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও বার্সেলোনার চতুর্থ গোল করেন সুয়ারেজ। এবারের যোগানদাতাও নেইমার। নিজে পেনাল্টি মিস করলে দলের তিনটি গোলে অবদান রাখেন এই ব্রাজিলিয়ান। বার্সেলোনার জয়ের দিনে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি মিসের পরও তার জোড়া গোলের সঙ্গে লুকাস ভাসকুয়েজের গোলে ৩-১ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। ৪-০ গোলের দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। সমান ৩৮ পয়েন্ট অ্যাতলেটিকো মাদ্রিদেরও। তবে তারা ম্যাচ খেলেছে একটি বেশি। আর ১৭ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে রিয়াল। ৩১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে