বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩৮:৪৪

পাক ক্রিকেট তারকা রমিজ-ইউসুফের চাঞ্চল্যকর সংলাপ

 পাক ক্রিকেট তারকা রমিজ-ইউসুফের চাঞ্চল্যকর সংলাপ

স্পোর্টস ডেস্ক : ফের সঙ্কটে পাকিস্তানের ক্রিকেট অঙ্গন। এবার পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও রমিজ রাজাকে বাকযুদ্ধে পাক ক্রিকেট অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। জানা যায়, ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান দলে ফেরার প্রত্যাশা মোহাম্মদ আমিরের। কিন্তু আমির ইস্যুতে বাজে অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বলা চলে দুই ভাগে ভাগ হয়ে গেছে পাক শিবির। কেউ চাচ্ছে আমির ফিরুক, কেউ না। কিছুদিন আগে আমিরের ক্যাম্পে যোগ দেয়া নিয়ে ভালোই নাটক করেছেন ওয়ানডে অধিনায়ক আজহার ও মোহাম্মদ হাফিজ। তবে শেষ পর্যন্ত সেই বিবাদ মেটাতে পেরেছে পিসিবি। তবে আমির ইস্যুতে সম্প্রতি পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার যেভাবে কথা বলেছেন, তাতে ক্রিকেট প্রেমীরা লজ্জাই পেতে পারেন। পাকিস্তানের একটি টেলিভিশনে টেলি কনফারেন্সে কথা বলেছেন রমিজ রাজা ও মোহাম্মদ ইউসুফ। যেখানে এক কাঠি সরেস ছিল ইউসুফই। তবে মাঝে মধ্যে তির্যক কথা বলে আলোচনা আরও উসকে দিয়েছেন রমিজ রাজা। দুজন সাবেক ক্রিকেটারের এমন কথা-বার্তায় সবার চক্ষু চড়কগাছ। এক পর্যায় ক্রিকেট ছেড়ে ব্যক্তিগত আক্রমণও করেছেন দুজন একে অপরকে। কী কথা হয়েছিল সেই টেলিফোন কনফারেন্সে, চুম্বক অংশগুলো তুলে ধরা হলো। রমিজ : প্রথমত, দাড়িওয়ালা লোকদের সবার আগে মিথ্যে বলা বন্ধ করা উচিত! ইউসুফ: আপনার মতো একজন নির্লজ্জ লোকই এভাবে কথা বলতে পারে। ক্রিকেটের জন্য কিছুই করেননি আপনি। শুধু কথাই বলতে পারেন। ক্রিকেট তো খেলতে পারতেনই না, তার ওপর আবার এমন কথা বলছেন! আপনার তো দাড়িই ওঠে না। (টিভির সঞ্চালকের উদ্দেশে) ওঁকে আমার সামনে নিয়ে আসুন, আমি দেখতে চাই কত বড় খেলোয়াড় তিনি। (রমিজ রাজাকে উদ্দেশ করে) ৫৭ টেস্টে কেবল দুটি সেঞ্চুরি আপনার। ক্রিকেট নিয়ে তো আপনার মতো লোকের কথা বলাই উচিত নয়। ক্রিকেট নিয়ে কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি শুধু একজন শিক্ষকই হতে পারবেন, ইংরেজির শিক্ষক, আর কিছু না। রমিজ: দাড়ি রেখে এভাবে মিথ্যা বলতে লজ্জা করে না তোমার? ইউসুফ: আমি তো ক্রিকেট খেলতে আর সেটা নিয়ে কথা বলতে পারি। আপনি তো ক্রিকেটটাও ঠিকমতো খেলতে পারতেন না। রমিজ: যা ইচ্ছা তা-ই তুমি বলতে পার। কিন্তু তুমি যা খেলেছ, তাতে পাকিস্তান ক্রিকেটের জন্য শুধু বদনামই হয়েছে। ইউসুফ: আপনি শুধুই একজন স্কুলশিক্ষক। সঞ্চালক: আপনাদের দুজনকেই অনুরোধ করছি, একটু শান্ত হোন। আপনাদের দুজনকে এখানে ডেকে আনার উদ্দেশ্য এটা ছিল না। আমিরের দলে থাকার ব্যাপারটি নিয়ে কথা বলতে চাইছিলাম। রমিজ ভাই, বোর্ডের জন্য আমিরকে ক্যাম্পে নিয়ে আসার সিদ্ধান্তটা কতটা গুরুত্বপূর্ণ? রমিজ: প্রথমত, দয়া করে আমাকে যখন ডাকবেন তখন এই সব নির্লজ্জ লোকদের ডাকবেন না। ইউসুফ: আপনিই তো চালাক। নিজের পরিবারের বিরুদ্ধে সম্পত্তি ও টাকা পয়সার জন্য মামলা করে বসে আছেন। আপনার মতো নির্লজ্জ লোক তো আমি জীবনেও আর একটা দেখিনি। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে