শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ১২:৪০:০৭

বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি

বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : এবারের বিসিসি আইয়ের ‘বর্ষসেরা ক্রিকেটার’–এর সম্মান পাচ্ছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে বছরের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ক মিতালি রাজকে। আগামী ৫ জানুয়ারি মুম্বাইয়ে তাদের হাতে পুরস্কার এবং ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে। মহেন্দ্র সিং ধোনির হাত থেকে টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই ধূমকেতুর মতো উত্থান ঘটেছে কোহলির। ২২ বছরের শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জেতাই হোক বা ঘরের মাঠে বিশ্বের ১ নম্বর টেস্ট দলকে হারানোই হোক, হাবে ভাবে তিনি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন, আগ্রাসনের থেকে এক পা–ও নড়বেন না। কোহলির ফর্মও তার আগ্রাসনের পক্ষে। ২০১৫–তে ১৫টি টেস্ট ইনিংসে কোহলির রান ৬৪০। ২০টি একদিনের ম্যাচে ৬২৩ রান সংগ্রহ করেছেন এই তারকা। অন্যদিকে, প্রথম ভারতীয় ব্যাটসম্যান এবং বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ৫,০০০ রানের গণ্ডি অতিক্রম করেছেন মিতালি। এ ছাড়াও, ঘরোয়া ক্রিকেটে ত্রিমুকুট জেতার জন্য কর্ণাটককে সেরা ক্রিকেট সংস্থার পুরস্কার দেওয়া হবে। ১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে