শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৫:১০:১৫

জকোভিচ ও মেসিকে হারিয়ে শীর্ষে বোল্ট

জকোভিচ ও মেসিকে হারিয়ে শীর্ষে বোল্ট

স্পোর্টস ডেস্ক : নতুন পালক যোগ হল বোল্টের মুকুটে৷ ফের একটি পুরস্কারের মঞ্চে সেরার খেতাব নিয়ে গেলেন তিনি৷ হারিয়ে দিলেন নোভাক জকোভিচ ও লিওনেল মেসিকে৷ আবার কোন পুরস্কার জিতলেন বোল্ট? ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)–এর বিচারে ২০১৫-র সেরা পুরুষ অ্যাথলিট নির্বাচিত হয়েছেন তিনি৷ বিশ্বের ৯১টি দেশের ক্রীড়া সাংবাদিকদের ভোটের বিচারে মেসি, জকোভিচকে পিছনে ফেলে দিয়েছেন জামাইকান স্প্রিনটার৷ মোট ভোটের ২৭.৭৪ শতাংশ পেয়েছেন বোল্ট (৮০৪ ভোট)৷ এই বছর খুব বেশি প্রতিযোগিতায় অংশ নেননি৷ নেমেছিলেন বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে৷ জেতেন ১০০মিটার, ২০০ মিটার এবং ৪x১০০মিটারের দৌড়৷ বেজিংয়ে তিনটি বিভাগেই সোনা জেতায় সেরার সেরা হলেন বোল্ট৷ এই নিয়ে পাঁচবার বর্ষসেরা অ্যাথটিলের খেতাব জিতলেন তিনি৷ এর আগে ২০০৮, ২০০৯, ২০১২ ও ২০১৩ সালে এই পুরস্কার জিতেছিলেন বোল্ট৷ বর্ষসেরা মহিলা অ্যাথলিট নির্বাচিত হয়েছেন সেরেনা উইলিয়ামস৷ ২০১২ ও ২০১৩ সালের পর এই নিয়ে তিনবার এই খেতাব জিতলেন সেরেনা৷ হারালেন ইথিওপিয়ার দৌড়বিদ জেনজেবে দিবাবাকে৷ ১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে