শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৩:৫৪:১০

নেত্রকোনা থেকে যেভাবে জাতীয় দলে উঠে এলেন হায়দার রনি

নেত্রকোনা থেকে যেভাবে জাতীয় দলে উঠে এলেন হায়দার রনি

স্পোর্টস ডেস্ক : ক্রমে ক্রমে বিগ বিগ নিউজের শিরোনাম আবু হায়দার রনি। জাতীয় দলে এখন মাশরাফি বিন মুর্তজার শীর্ষ তিনি। এই রনিকে যেন আপন মহিমায় টেনে তুলে আনেন মাশরাফি বিন মুর্তজা। নেত্রকোনা থেকে আবু হায়দার রনির জাতীয় দলে উঠে আসার পেছনে রয়েছে অনন্য ইতিহাস। আবু হায়দার রনি ছোট বেলায় খুব মেধাবি ছিলেন। ছোট বেলায় স্বপ্ন দেখতেন পড়াশোনার মাধ্যমে ভালো কিছু করার। কিন্তু ঘটনার মধ্যে দিয়ে বদলে যায় আবু হায়দার রনির জীবনের গল্প। রনি বলেছেন ২০০৭ সালে আন্তঃস্কুল ক্রিকেট খেলায় অংশ নিয়ে খুব ভালো করেন তিনি। পরে বয়সভিত্তিক দলে ডাক দেয়া হয় তাকে। রনির কোচ হন সজল তালুকদার। এই সজল তালুকদারের কোচিংয়ে বদলে যেতে থাকে তার জীবনের গল্প। রনি এ বিষয়ে বলেছেন, সজল ভাইয়ের কোচিংয়ে অংশ নেয়ার পর ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখি। রনি জানান, ছোট সময় থেকেই ফার্স্ট বোলিং করতাম। তখন থেকেই ক্ষিপ্র গতিসম্পন্ন ছিলাম। রনি জানান, আমি সবার সাথে ভালো ব্যবহার করে এসেছি। যদি বল করে ব্যাটসম্যানকে কষ্ট দিয়েছে পরে তার সাথে হাসি দিয়ে কথা বলেছি। যাইহোক ২০১৫ বিপিএলে ডাক পান রনি। মাশরাফির কুমিল্লা দলের হয়ে খেলে আলো ছড়ান। আসেন মিডিয়ায়। দৃষ্টি পড়ে বিসিবির। আর এর পরে হাওয়ায় উড়ে বেড়ানোর মত খবরটা পেয়েই যান আবু হায়দার রনি। এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের জন্য স্কোয়াডে রাখা হয়েছে আবু হায়দার রনিকে। ১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে