শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৫:১০:২১

অবশেষে জাতীয় দলে ফিরলেন আমির, মাঠ কাঁপাবেন এ মাসেই

অবশেষে জাতীয় দলে ফিরলেন আমির, মাঠ কাঁপাবেন এ মাসেই

স্পোর্টস ডেস্ক: পৃথিবীর অন্যতম সেরা পেসার পাকিস্তানী তারকা মোহাম্মদ আমির ভক্তদের দারুণ সুখবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাঁ হাতি ফাস্ট বোলার আমির ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের অপরাধে ৫ বছরের জন্য সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ হলেও এবার তাকে জাতীয় দলে ফেরানো হয়েছে। চলতি মাসে নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে আমিরকে। আমিরের এই ফেরা ছিলো বিতর্কে ভরা। ওয়ানডে অধিনায়ক আজহার আলি ও অভিজ্ঞ অল রাউন্ডার আমিরকে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে ক্যাম্প বর্জন করেছিলেন। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে তারা ক্যাম্পে যোগ দেন। ফেরার পর ২৩ বছরের আমির ঘরোয়া ক্রিকেটে চারটি বড় দৈর্ঘ্যের ম্যাচে ২২ উইকেট নেন। এরপর কায়েদ-ই-আজম ট্রফির বাছাই পর্বে শিকার করেন ৩৪ উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ১৪ উইকেট নেন। তারপর তিনি জাতীয় দলে জায়গা করে নিলেন। ১ লা জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে