শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৬:২৭:৫৪

ক্রিকেট নিয়ে নিজের স্বপ্নের কথা জানালেন টাইগার সাব্বির

ক্রিকেট নিয়ে নিজের স্বপ্নের কথা জানালেন টাইগার সাব্বির

স্পোর্টস ডেস্ক: ক্রিস গেইলের প্রিয় শর্ট হলো ছক্কা, আফ্রিদিরও তাই। বাংলাদেশেও রয়েছে ঝড়ো ইনিংস খেলা ব্যাটসম্যান। তার নাম সাব্বির হোসেন। যিনি অধিকাংশ সময় বল উড়িয়ে মারতেই পছন্দ করেন। মারকুটে এই ব্যাটসম্যান বিপিএলে ওপেনিং ব্যাটিং হিসেবে নামলেও জাতীয় দলে তামিম এবং সৌম্যর কারণে তিনি ব্যাটিং অর্ডারে ছয়-সাতে নেমে থাকেন। তবে সেখানেই সাব্বির রহমান খেলতে পারেন কার্যকরী ইনিংস। সঙ্গে দুর্দান্ত ফিল্ডার তকমা তো আছেই। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও করতে পারেন সাব্বির। তবে সেটা অবশ্য সব সময় করা হয় না। দলের পরিস্থিতি বুঝে কখনো-সখনো বল তুলে নেন হাতে। তবে সাব্বিরের স্বপ্ন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই নিজেকে চেনাতে চান দুর্দান্ত রূপে। সেই সাব্বির জানিয়েছেন ক্রিকেট নিয়ে তার স্বপ্নের কথা। তিনি হতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। সাব্বির বলেন, ‘স্বপ্ন দেখি একদিন বিশ্বসেরা অলরাউন্ডার হব। তবে একদিনেই তো হওয়া যাবে না। ধাপে ধাপে এগোতে চাই।’ একবার জানিয়েছিলেন, তাঁর সংগ্রহে হ্যাটট্রিক বল আছে। ঘরোয়া ক্রিকেটে একবার হ্যাটট্রিক করেছিলেন। বলের সংগ্রহটা আরও বাড়াতে চান। চান দুর্দান্ত বোলিং করতে। সাব্বিরের স্বপ্নটা অবশ্য সৌম্যের মতোই, ঘোরাঘুরি। ঘুরে দেখতে চান স্পেন, ইতালি ও ব্রাজিল, ‘স্বপ্ন আছে, তিনটা দেশে যাব। তবে ব্রাজিল কেন? ফুটবলে আমি ব্রাজিলের সমর্থক। এ দেশটা দেখার খুব ইচ্ছা।’ ২০১৫ সালে ওয়ানডেতে বাংলাদেশ দলের সাফল্যের অন্যতম কারণ ছিল দলের সিনিয়র-জুনিয়রদের দারুণ সমন্বয়। একেকটি সিরিজ জয়ে স্বপ্নের রেখাটা বড় হয়েছে ক্রমেই। যদি এ রেখাটা আরও বড় করা যায়, তবে সেটি কোন মাইলফলক স্পর্শ করবে? অবশ্যই বিশ্বকাপ জয়। এমনিতেই ২২ গজে ভয়ডরহীন। বড় স্বপ্ন দেখতেও ভয় পান না সাব্বির, ‘২০১৫-এ তরুণ-সিনিয়রের দারুণ সমন্বয় ছিল দলে। এ কারণে অনেক সাফল্য পেয়েছি। এ সাফল্যে আমাদের স্বপ্নটাও অনেক বড় হয়েছে। এ ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি, বিশ্বকাপ জেতা কঠিন কিছু নয়। হতে পারে সেটা আগামী ১০ বছরের মধ্যেই। ১ লা জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে