শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ১০:৫০:৩৩

দামি হওয়ার খেসারত দিলেন যুবরাজ

দামি হওয়ার খেসারত দিলেন যুবরাজ

‌স্পোর্টস ডেস্ক: গত আইপিএলে সবচেয়ে বেশি দাম (১৬ কোটি) ছিল যুবরাজেরই। তবে দামী খেলোয়াড় হিসেবে আইপিএল মাতাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। অবশ্য এর জন্য তীব্র সমালোচনার মুখেও পড়েন তিনি। এক বছর ঘুরতে না ঘুরতেই এবার বড় ধাক্কা খেলেন ভারতের এক সময়ের সেরা এই অল-রাউন্ডার। গত মৌসুমের সেই ১৬ কোটি টাকায় হয়ে গেল আগামী আইপিএলে যুবরাজের পথের কাঁটা। ২০১৬ আইপিএল-এর দল থেকে দেশের এক সময়ের সেরা অল-রাউন্ডারকে ছেঁটেই ফেললেন দিল্লি কর্তারা। জাতীয় দলে তার টি-২০ খেলার দরজা খুলে গেলেও আইপিএল খেলা যে সহজ হবে না, সেটা বুঝাই যাচ্ছে। বাতিল ক্রিকেটারদের অবশ্য জায়গা হবে নিলামে। অন্য কোন দল তাঁকে নিতে পারে। তবে টাকাটা কত হবে সেটাই এখন বড় প্রশ্ন। শুধু যুবরাজ নন বাতিলের তালিকায় নাম লিখিয়ে ফেললেন হায়দরাবাদের কেভিন পিটারসেন, ডেল স্টেইন ও ইশান্ত শর্মা। বীরেন্দ্র শেবাগকে রিলিজ করে দিল পঞ্জাব। সঙ্গে জর্জ বেইলি, থিরাসা পেরেরা। ১ লা জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে