শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৩:১৪:৫৯

ধোনির থেকে বেশি বেতন কোহলির

ধোনির থেকে বেশি বেতন কোহলির

স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির থেকেও আইপিএলে মোটা বেতন পান বিরাট কোহলি। শুক্রবার বোর্ডের ওয়েবসাইটে দেওয়া একটি তালিকায় এমনই দাবি করা হয়েছে। কোহলিকে রাখতে যেখানে ১৫ কোটি টাকা খরচ করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে, সেখানে ধোনিকে ১২.৫ কোটি টাকা দেবে পুনে। উল্লেখ্য, বোর্ডের শীর্ষপদে আসীন হওয়ার পর থেকেই স্বচ্ছতার ওপর জোর দিয়েছিলেন শশাঙ্ক মনোহর। জানিয়েছিলেন, টাকাপয়সা–সংক্রান্ত হিসেবনিকেশের যাবতীয় তথ্য তুলে দেওয়া হবে বোর্ডের ওয়েবসাইটে। তার পর থেকেই দাবি উঠছিল, আইপিএলের খেলোয়াড়দের আসল বেতন প্রকাশ করতে হবে। শুক্রবার সেই তালিকা বোর্ডের ওয়েবসাইটে দেওয়াতেই এই চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এসেছে। শুধু কোহলিই নন, বেশ কিছু ভারতীয় খেলোয়াড় রয়েছেন, যাদের মূল বেতন (অ্যাকচুয়াল স্যালারি) নিলামের দরের (পার্স ডিডাকশন) থেকে বেশি। যেমন, হরভজন সিংকে ৫.৫ কোটি টাকা দিয়ে কিনেও ৮ কোটি বেতন দিতে হয় মুম্বাইকে। অম্বাতি রায়ডুর দরও (নিলামে ৪ কোটি, মূল বেতন ৬ কোটি) বেশি। বিদেশিদের ক্ষেত্রে সবথেকে বেশি বেতন পান ক্রিস গেইল (নিলামে দর ৭.৫ কোটি, মূল বেতন ৮.৪ কোটি)। তার পরেই রয়েছেন ফাফ ডু’প্লেসিস (নিলামে দর ৪ কোটি, মূল বেতন ৪.৭ কোটি)। ধোনির মতোই তালিকায় এমন কিছু ক্রিকেটার রয়েছেন, যাদের নিলামের দাম এবং মূল বেতন একই। উদাহরণ, শেখর ধাওয়ান (উভয়েই ১২.৫ কোটি), রবিচন্দ্রন অশ্বিন (৭.৫ কোটি), ডোয়েন ব্র্যাভো (৪ কোটি)। তবে এক্ষেত্রে বিসিসিআইয়ের একটি নিয়মই দায়ী বলে মনে করছেন অনেকে। পুনে এবং রাজকোটের খেলোয়াড়দের নিলামের আগেই বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছি‍ল, তারা আগের ফ্র্যাঞ্চাইজির হয়ে যে বেতন পাচ্ছিলেন, এখানেও সেই বেতনই পাবেন। সে কারণেই ধোনি, রায়না বা জাদেজার মূল বেতন বাড়েনি। তবে এমন অনেক ক্রিকেটার নামও প্রকাশ্যে এসেছে, যাদের নিলামের দর বেশি হলেও, মূল বেতন তার থেকে কম। এক্ষেত্রে সবথেকে এগিয়ে পাঞ্জাবের ডেভিড মিলার (নিলামে দর ১২.৫ কোটি, মূল বেতন ৫ কোটি)। ভারতীয়দের মধ্যে সুরেশ রায়না (১২.৫ কোটি, ৯.৫ কোটি), রবীন্দ্র জাদেজা (৯.৫ কোটি, ৫.৫ কোটি), গৌতম গাম্ভীর (১২.৫ কোটি, ১০ কোটি) প্রভৃতি নামী ক্রিকেটারও আছেন এই তালিকায়। ২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে