শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ১২:৪৬:৪৫

চলমান ইস্যুতে শীতল হয়ে টুইটারে নানা মন্তব্য করলেন আফ্রিদি

চলমান ইস্যুতে শীতল হয়ে টুইটারে নানা মন্তব্য করলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান গ্রেট ক্রিকেটার মোহাম্মদ আমিরকে দলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত শুক্রবার দলে নেয়া হয় আমিরকে। টি-টোয়েন্টি আসরেও খেলবেন পাকিস্তানের এই ছোট বয়সী বড় তারকা। আমিরকে নিয়ে সমালোচনায় মাতে হাফিজ, আজহার আলীসহ অনেকে। এবার তাদের অন্যরকম জবাব দিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ খান আফ্রিদি। চলমান ইস্যুতে শীতল হয়ে অবাক করা মন্তব্য করলেন আফ্রিদি। আফ্রিদি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, আমির তার ভুল স্বীকার করেছে। এখন আমাদের উচিত হবে তাকে সুযোগ করে দেয়া। আফ্রিদি লিখেন, আমিরের ফেরায় আমি খুশি। আমির কোর্টে ও গণমানুষের জন্য সত্য কথা বলেছেন। আমিরের সমালোচনাকারী হাফিজ ও আজহারের জন্য আফ্রিদি বলেন, এখন আমাদের এগিয়ে যাওয়ায় সময়। বিতর্ক না করে এগিয়ে যাওয়ায় প্রত্যায়ে তিনি বলেন, হাফিজ ও আজহারের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। টুইটারে তিনি লিখেন, আমিরকে সঠিকভাবে দেশের জন্য কাজে লাগাবেন তিনি। ফিক্সিং ঘটনার জন্য পাকিস্তান ক্রিকেটবে চড়া মূল দিতে হয়েছে উল্লেখ করতে ভুল করেনি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি। ২ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে