শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০২:৩১:৫২

শাস্তির মুখে রদ্রিগেজ

শাস্তির মুখে রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক: অনুশীলন করতে গাড়ি হাঁকিয়ে ক্লাবে যাচ্ছিলেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান স্ট্রাইকার হামেশ রদ্রিগেজ। বল পায়ে খেলার মাঠে দৌঁড়ানো স্টাইলে মনের আনন্দে গাড়ি চালাচ্ছিলেন তিনি। তথ্যমতে, ২০০ কি.মি. বেগে গাড়ি চালিয়ে স্টেডিয়ামে যাচ্ছিলেন রদ্রিগেজ। সেই চলছিল অন্য গাড়ির সঙ্গে স্পিডের লড়াইও। ভুলেই গিয়েছিলেন বেধে দেয়া স্পিডের বাইরে চলে গিয়েছিলেন তিনি। পুলিশের গাড়ি তাঁকে লক্ষ্য করে সিগনাল পাঠালেও তিনি তা খেয়াল করেননি। আইন ভঙ্গ করায় পুলিশ রদ্রিগেজের পিছু নিয়ে ক্লাব পর্যন্ত চলে যায়। ক্লাবের নিরাপত্তারক্ষীরাই প্রথমে পুলিশের থেকে বিষয়টি জানতে পারে। স্পেনের রাজধানী মাদ্রিদের এম-৪০ রিং রোডের স্পিড লিমিট ১২০ কিলোমিটার। কোনও কোনও জায়গায় আরো কম। সেখানে রদ্রিগেজের গাড়ির স্পিড ছিল ২০০র ওপরে। কিছুদিন আগেই এমন ঘটনা ঘটিয়েছিলেন বেঞ্জেমা। যদি দোষী সাব্যস্ত হন হামেস রদ্রিগেজ তাহলে শাস্তির মুখে পড়তে পারেন তিনি। নিয়ে নেয়া হতে পারে তাঁর ড্রাইভিং লাইসেন্স। দিতে হতে পারে জরিমানা। ২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে