শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৪:৪৬:২৫

বৃষ্টিতে ভেসে গেল বছরের প্রথম ওয়ানডে ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল বছরের প্রথম ওয়ানডে ম্যাচ

স্পোর্টস ডেস্ক: সফলতা-ব্যর্থতা ও হাসি-আনন্দের মধ্যদিয়ে একটি ব্যস্ত সময়সূচি পার করেছে ক্রিকেট বিশ্ব। পুরাতন বছরের পৃষ্ঠাকে উল্টিয়ে নতুন ক্রিকেটীয় বছরের পা রাখলো ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল বছরের প্রথম ম্যাচ। কিন্তু বছরের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেল। এক কথায় নেলসনে শেষ হাসি হেসেছে বৃষ্টি। শনিবার স্যাক্সটন ওভালে শুরু থেকেই ছিল বৃষ্টির দাপট। বৃষ্টির জন্য খেলা শুরু হতে তিন ঘণ্টা ৪০ মিনিট দেরি হয়। ২৪ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। নিউ জিল্যান্ড ইনিংসের নবম ওভার শেষে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় স্বাগতিকদের স্কোর ছিল ৩ উইকেটে ৭৫ রান। উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ২৭ রান করেন। রস টেইলর অপরাজিত থাকেন ২০ রানে। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউ জিল্যান্ড। আগামী মঙ্গলবার হবে পঞ্চম ও শেষ ওয়ানডে। ২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে