শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৭:০২:২০

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পরে টাইগারদের অবস্থান

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পরে টাইগারদের অবস্থান

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালে স্বপ্ন দিয়ে যে বছরের শুরু করেছিল টাইগাররা, তার শেষটা হয়েছে সাফল্যের গল্প লিখে। স্বপ্নের মতো একটি বিশ্বকাপ কাটানোর পর, তার ধারাবাহিকতাও ধরে রেখেছিল টাইগাররা। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে টাইগারদের দলীয় পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যাবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পরেই টাইগারদের অবস্থান। ২০১৫ সালের ওয়ানডে ক্রিকেটের পরিসংখ্যান বলছে যে এ বছরটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায় খোদাই থাকবে সফলতম বছর হিসেবে। কারণ ২০১৫ সালে টাইগাররা মোট ওয়ানডে খেলেছে ১৮টি। যেখানে জয় পেয়েছে ১৩টি ম্যাচে। হারিয়েছে পূর্ণশক্তির ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলকে। দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেটের পরাশক্তিদের ওয়ানডে সিরিজে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বে ঘরের মাঠে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। ২০১৫ সালে সর্বোচ্চ জয়ের স্বাদ নেয়ার তালিকায় বাংলাদেশ চতুর্থ। টাইগারদের উপরে রয়েছে নিউজিল্যান্ড (২১), অস্ট্রেলিয়া (১৫) আর দক্ষিণ আফ্রিকা (১৫)। এ ছাড়াও ১২টি করে ম্যাচ জিতেছে পাকিস্তান, শ্রীলঙ্কা আর ইংল্যান্ড। ২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে