শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৭:২৮:১৭

আসন্ন আইপিএলের সবচেয়ে দামী দশ ক্রিকেটার

আসন্ন আইপিএলের সবচেয়ে দামী দশ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম আসরে সবচেয়ে দামী খেলোয়াড়ের খেতাব জিতল ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। এই ক্রিকেটারের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে গুণতে হচ্ছে ১৫ কোটি রুপি। মহেন্দ্র সিং ধোনি’র বহু দিনের রেকর্ডটি নিজের করে নিলন তিনি। অপরদিকে নতুন দল পুণে ১২.৫ কোটি রুপিতে ধোনিকে দলে টেনেছে। বিসিসিআই’র প্রকাশিত তালিকায় দেখা যায়, যেসব খেলোয়াড়দের তাদের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি রেখে দিয়েছে তাদের মধ্যে বিরাট কোহলির দামই সবচেয়ে বেশি। ভারতের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে হরভজন সিং ও আম্বাতি রায়ডুকে রাখার জন্য ৫.৫ কোটি ও ৪ কোটি রুপির জায়গায় দিতে হবে যথাক্রমে ৮ কোটি ও ৬ কোটি রুপি। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ক্রিস গেইলের মূল্য ৭.৫ কোটি রুপি থেকে বেড়ে ৮.৪০ কোটি রুপি হয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসির মূল্য ৪ কোটি রুপি থেকে বেড়ে ৪ কোটি ৭৫ লাখে দাঁড়িয়েছে। আসুন, এক নজরে আসন্ন আইপিএলের সবচেয়ে দশ দামি খেলোয়াড়দের নামগুলোতে একটু চোখ বুলিয়ে নেয়া যাক। ১. বিরাট কোহলি (ব্যাঙ্গালোর) ১৫ কোটি রূপি। ২. মহেন্দ্র সিং ধোনী (পুনে) ১২.৫০ কোটি রূপি। ৩. শিখর ধাওয়ান (হায়দ্রাবাদ) ১২.৫০ কোটি রূপি। ৪. রোহিত শর্মা (মুম্বাই) ১১.৫০ কোটি রূপি। ৫. গৌতম গম্ভীর (কোলকাতা) ১০ কোটি রূপি। ৬. কাইরন পোলার্ড (মুম্বাই) ৯.৭০ কোটি রূপি। ৭. সুরেশ রায়না (রাজকোট) ৯.৫০ কোটি রূপি। ৮. এবিডি ভিলিয়ার্স (ব্যাঙ্গালোর) ৯.৫০ কোটি রূপি। ৯. ক্রিস গেইল (ব্যাঙ্গালোর) ৮.৪০ কোটি রূপি। ১০. লাসিথ মালিঙ্গা (মুম্বাই) ৮.১০ কোটি রূপি। ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে