শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৭:৫১:২৪

খেলা নেই, তারপরও সাকিবের ডাবল হ্যাটট্রিক

খেলা নেই, তারপরও সাকিবের ডাবল হ্যাটট্রিক

স্পোর্টস কেস্ক: দাপটের সঙ্গে ২০১৫ সালকে বিদায় জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া বছরটিতে সাকিব আল হাসানও ছিলেন অন্যান্যদের মত উজ্জ্বল। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি সাকিব আল হাসানের পরিবারে গত বছর যুক্ত হয়েছে নতুন সদস্য। বাবা হওয়ার স্বাদ পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে বর্ষবরণ করেছেন। সেখানেই বর্ষবরণের প্রথম প্রহরে সুসংবাদ শুনতে পান বাংলাদেশি এ অল রাউন্ডার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দল কলকাতা নাইট রাইডার্সি এবারও সাকিবকে দলে রেখে দিয়েছে। তাহলে কী সাকিব আল হাসান ? আইপিএলের নবম আসরেও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে অংশ গ্রহণ করে ডাবল হ্যাটট্রিক করতে যাচ্ছেন। ২০১১ সাল থেকে এ ফ্র্যাঞ্চাইজিতে আছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার শিরোপা জয়ে অনেক অবদান ছিল তাঁর। তাই বিশ্বসেরা অলরাউন্ডারকে কিছুতেই হাতছাড়া করতে রাজি নয় কেকেআর। ২০১৬ সালের আইপিএলের জন্যও সাকিবকে দলে রেখে দিয়েছে শাহরুখ খানের দলটি। আর তাই টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্টে নাইট রাইডার্সকে প্রতিনিধিত্ব করবেন এই বাঁহাতি অলরাউন্ডার। এ বছরের আইপিএল শুরু হবে ৯ এপ্রিল। নতুন মৌসুমে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রথম সময়সীমা ১৫ ডিসেম্বর শুরু হয়ে বৃহস্পতিবারই শেষ হয়েছে। এ সময়ের মধ্যে সাকিবসহ কেকেআর রেখে দিয়েছে মোট ১৫ জনকে। এর মধ্যে ভারতের বাইরের আছেন ৬ জন। ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে