শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৯:১৬:১২

ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়লেন অধিনায়ক মাশরাফি

ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়লেন অধিনায়ক মাশরাফি

স্পোর্টস ডেস্ক: মানবতার ডাকে সাড়া দিয়ে এবার ধোপদুরস্ত জামাকাপড় পরে হাতে ইয়া লম্বা ঝাড়ু নিয়ে দিনদুপুরে রাস্তায় নেমে পড়লেন জাতীয় দলে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঢাকা শহরের অপরিছন্নতাকে মেনে নিতে পারছেন না মাশরাফি। নিজ যত্রতত্র ময়লা আর আবর্জনা ভাগাড় করতে চান তিনি! তবে জাতি হিসেবে বাঙালি মানসিকভাবে শক্তিশালী হওয়ায় হতাশা তাকে কখনো কাবু করতে পারেনি। তাই প্রিয় এ জনপদকে ভালোবেসে তিনি নেমে পড়েছেন পরিচ্ছন্নতার কাজে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আহ্বানে সাড়া দিয়েই মাশরাফি বিন মর্তুজা করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পোশাক পরে নগরীর রাস্তা পরিষ্কারে অংশ নিয়েছেন। শনিবার রাজধানীর পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে ডিএসসিসি আয়োজিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ উদ্বোধন শেষে নিজেই ঝাড়ু হাতে নেমে পড়েন। তাদের ডাকে সাড়া দিয়ে এদিন ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে করতে দেখা গিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান নিয়াজী প্রমুখ। ২ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে