শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ১০:০৩:৩৪

মাশরাফি-মুস্তাফিজের মতো আরো কিছু বোলার খুঁজছে বিসিবি

মাশরাফি-মুস্তাফিজের মতো আরো কিছু বোলার খুঁজছে বিসিবি

স্পোর্টংস ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় নতুন পেস বোলার বাছাই করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও স্পন্সর প্রতিষ্ঠান রবি চালু করেছে ‘রবি ফাস্ট বোলার হান্ট’ ক্যাম্পেইন। ১৭ জানুয়ারি থেকে এ ক্যাম্পেইন শুরু হবে, চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল থেকেই এর নিবন্ধন শুরু হয়েছে, ১৪ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি। এসএমএস, অনলাইন এবং নির্দিষ্ট রবি ওয়াক-ইন-সেন্টারে গিয়ে আগ্রহী ছেলেমেয়েরা নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে অংশগ্রহণকারীদের বয়স ১৬ থেকে ২৩ বছরের মধ্যে এবং ছেলেদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও মেয়েদের উচ্চতা ৫ ফুট হতে হবে। দুই দফায় অনুষ্ঠিত ক্যাম্পেইনের প্রথম দফা শুরু হবে ১৭ জানুয়ারি। দেশের ১৬টি স্থানে ফাস্ট বোলার নির্বাচন প্রক্রিয়া চলবে। চূড়ান্ত নির্বাচনের জন্য বাছাই হওয়ার পর ৬৪ জনকে হাইপারফরম্যান্স ক্যাম্পে অংশগ্রহণের জন্য ঢাকায় নিয়ে আসা হবে। যাচাই-বাছাইপর্ব শেষে শীর্ষ ১২ জন (১০ জন ছেলে ও ২ জন মেয়ে) খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করা হবে। তারা যেন জাতীয় পর্যায়ে খেলতে পারেন সেজন্য তাদের হাইপারফরম্যান্স টিমের মাধ্যমে প্রশিক্ষণও দেওয়া হবে। এ প্রসঙ্গে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আগামীর মাশরাফি, রুবেল, তাসকিনদের খুঁজছি। আমি নিশ্চিত, এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের খুঁজে পাব। ২ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে