শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ১০:৩৬:০৬

২০১৬ সালটা টাইগারদের জন্য চিন্তার বছর

২০১৬ সালটা টাইগারদের জন্য চিন্তার বছর

স্পোর্টস ডেস্ক: ২০১৫ এর মতো ২০১৬ সালটাও টাইগাররা পার করবে ব্যস্ত ক্রিকেট সূচির মধ্যে দিয়ে। এরই মধ্যে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জন্য ঘোষণা করা হয়েছে প্রাথমিক দল। যে দলে অভিজ্ঞদের পাশাপাশি আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। আর, গেল বছরের মতো নতুন বছরেও টাইগারদের সাফল্যের ভাণ্ডারে নতুন অর্জন যোগ হতে পারে নতুন বছরে চিন্তার নাম টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে। স্বপ্ন দিয়ে যে বছরের শুরু করেছিল টাইগাররা, তার শেষটা হয়েছে সাফল্যের গল্প লিখে। স্বপ্নের মতো একটি বিশ্বকাপ কাটানোর পর, তার ধারাবাহিকতাও ধরে রেখেছিল টাইগাররা। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার পর ঘরের মাঠে জিম্বাবুয়েকে সিরিজ হারানোর গল্পগুলো হয়ে গেছে বেশ পুরনো। কিন্তু কেমন যাবে ২০১৬ সাল বাংলাদেশের জন্য হতে যাচ্ছে টি-টোয়েন্টির মৌসুম। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ, রয়েছে আবার বিশ্বকাপ। শিডিউলে এত টি-টোয়েন্টি বলেই চিন্তা বাড়ছে বাংলাদেশের। হঠাৎ করে বাংলাদেশের অর্জনের খাতা মলিন হতে পারে! গেল বছরের এত এত পাওয়ার স্রোতে এ বছর কিছুটা হলেও ভাটা পড়তে পারে। ওয়ানডেতে বাংলাদেশ বিশ্বক্রিকেটে নিজেদের অবস্থান পাকা করলেও, টেস্ট আর টি-টোয়েন্টির অবস্থা বড় নাজুক। বিপিএল সেই নাজুকতা দূর করতে পারবে কি না, সেটা এখনি বলা যাচ্ছে না। ইতিমধ্যে ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে থাকা ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র এনামুল হক বিজয়ের টি-টোয়েন্টি গড়ই সর্বোচ্চ, ৩০! কিন্তু তার অবস্থান নিশ্চিত নয়। এনামুলের এই গড় যদি সর্বোচ্চ হয়, তবে সাকিব, তামিম, মুশফিকদের অবস্থা কী সেটা আর বলার অপেক্ষা রাখে না। টি-টোয়েন্টিতে বাংলাদেশ কতটা দুর্বল, তা বোঝা যাবে আরেকটি পরিসংখ্যান দেখে। ২০১৬ সালে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি পর হোম এবং অ্যাওয়ে মিলে জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে বেশ কয়েকটি টেস্ট খেলবে টাইগাররা। আর, টাইগারদের টেস্টে ভালো করার ব্যাপারেও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জন্য রোবারব থেকে প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারকে নিয়ে শুরু হবে অনুশীলন ক্যাম্প। ২ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে