বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৮:১৯

আরও এক কিংবদন্তির বিদায়, শোকে স্তব্ধ ক্রিকেট বিশ্ব

আরও এক কিংবদন্তির বিদায়, শোকে স্তব্ধ ক্রিকেট বিশ্ব

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান কিংবদন্তি এবং আধুনিক ওয়ানডে ক্রিকেটের অন্যতম রূপকার ডিন জোন্স মা'রা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভারতের মুম্বাইয়ে মা'রা যান তিনি। আইপিএলের সম্প্রচারের সঙ্গে জড়িত থাকায় ভারতের মুম্বাইয়ে অবস্থান করছিলেন। 

বৃহস্পতিবার সকালে ব্রেকফাস্ট শেষে সম্প্রচার কর্মীদের সঙ্গে হোটেলের করিডোরে আলাপ করছিলেন জোন্স। আ'ক'স্মাৎ ঢলে পড়েন তিনি। তাৎ'ক্ষ'ণিকভাবে তাকে শহরের হারকিসান্দাস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃ'ত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আ'ক'স্মিক কার্ডিয়াক অ্যা'রে'স্টে মৃ'ত্যুবরণ করেছেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান। 

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জোন্স। ৭ সেঞ্চুরি আর ৪৬ ফিফটিসহ প্রায় ৪৫ গড়ে রান করেছেন ৬০৬৮। এছাড়া ৫২টি টেস্টে প্রায় ৪৭ গড়ে তার সংগ্রহ ৩৬৩১ রান। ব্যাটসম্যান হিসেবে তো দুর্দান্ত ছিলেনই, আরো নানা কারণে তিনি ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয়। 

বিশেষ করে দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উন্নয়নে কাজ করছিলেন তিনি। তরুণ ক্রিকেটারদের তুলে আনা এবং পরিচর্যায় বেশ সুনাম কামিয়েছেন জোন্স। এছাড়াও ধারাভাষ্যেও বেশ নামডাক কামিয়েছেন তিনি। তার হাস্যোজ্জ্বল উপস্থিতি আর সাবলীল উপস্থাপনা প্রাণ জুড়াতো দর্শকদের। সব ছেড়ে চলে গেলেন অজি কিংবদন্তি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে