শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ১১:৩২:৪০

নতুন বছরে আরো একটি চ্যালেঞ্জ নিয়েছেন তামিম ইকবাল

নতুন বছরে আরো একটি  চ্যালেঞ্জ নিয়েছেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সাল বাংলাদেশ ক্রিকেটে ঐতিহাসিক এক বছর। ২০১৫ এর মতো ২০১৬ সালটাও টাইগাররা পার করবে ব্যস্ত ক্রিকেট সূচির মধ্যে দিয়ে। তাই নতুন বছরে নতুন চ্যালেঞ্জের কথা জানিয়ে দিলেন জাতীয় দলে ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। গেলো অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশ দল সেমিফাইনালের আগে ঝড়ে লেগেও আগামী মার্চ-এপ্রিলে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বেকাপের আসরের সবক’টি পর্ব খেলবে বলে নতুন চ্যালেঞ্জ ছুয়ে দিয়েছেন বুমবুম তামিম। গেলো বছর ৫টি টি-টোয়েন্টিতে খুব একটা আলো ছড়াতে পারেন নি টাইগার দলের এই মারকুটে ব্যাটসম্যান। তবে ২০০৯ সালে লর্ডসের ওর্নার বোর্ডে নাম লেখানো তামিম, মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গেলো বছরে পাকিস্তানের বিপক্ষে হাঁকান ডাবল সেঞ্চুরি। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ইমরুলের সাথে ওপেনিং ৩১২ রানের জুটি গড়ে করেন বিশ্ব রেকর্ড। রঙ্গিন পোষাকে তামিম ছিলেন নিজ দাপটে। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করার আক্ষেপ মেটান। পাকিস্তানেরে বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি উদযাপন করে। নতুন বছরে সেই উদযাপন দিতে চান ভিন্ন মাত্রা। দারুণ এক বছর পার করার পর, নতুন বছরের শুরুতেই টি-টোয়েন্টির মেগা আসর ভারতে। কিন্তু, এই ফরম্যাটে এখনও পরিণত দল নয় বাংলাদেশ। তাই নতুন বছরে টি-টোয়েন্টি আসরের মূল পর্বে খেলাটাই চ্যালেঞ্জ তামিমের কাছে। ২ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে