শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ১১:৫৪:১৫

বছরের শুরুতেই ধাক্কা খেলেন যুবরাজ সিং

বছরের শুরুতেই ধাক্কা খেলেন যুবরাজ সিং

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালটা বেশ আনন্দ-উল্লাসে করে কাটিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য যুবরাজ সিং। ২০ মাস পর বছর শেষে আবারো ডাক পান জাতীয় দলে খেলার জন্য। কিন্তু চলতি বছরের শুরুতেই ধাক্কা খেয়ে বসলেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল হারিয়েছেন যুব। আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলস যুবরাজ সিংকে ছেড়ে দিয়েছে। এর ফলে আইপিএলের নবম আসরের নিলামে উঠবেন এই অল রাউন্ডার। আইপিএলের অষ্টম আসরে যুবরাজ সিংকে ১৬ কোটি রূপিতে দলে নেয় দিল্লি। কিন্তু প্রত্যাশা মাফিক কোনো পারফরম্যান্সই দেখাতে পারেননি যুবরাজ। ১৪ ম্যাচে ২৪৮ রান করেন তিনি। দুই হাফসেঞ্চুরির পাশাপাশি বল হাতে এক উইকেট। তবে সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছেন যুবরাজ। ২০ মাস পর জাতীয় দলের জার্সি পরার সুযোগ এসেছে যুবরাজ সিংয়ের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্যে ভারতীয় দলে ডাক পেয়েছেন যুব। সে সিরিজে যদি ভালো খেলা দেখাতে পারলে নিশ্চিতভাবেই আবারো আইপিএলে দেখা যাবে যুবরাজকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে