রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৮:৫১

আমির দলে ফেরায় যা বললেন আফ্রিদি!

আমির দলে ফেরায় যা বললেন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান দলে নেওয়া হয়েছে মোহাম্মদ আমিরকে৷ স্পট ফিক্সিং কাণ্ডে জড়ানোয় দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে ছিলেন৷ আমিরকে এতদিন পর জাতীয় দলে ফিরিয়ে নেওয়ায়, খুশি শাহিদ আফ্রিদি৷ মুক্ত মনে স্বাগত জানালেন আমিরকে৷ আফ্রিদি বলেছেন, ‘আমির আবার জাতীয় দলে ফিরেছে দেখে ভাল লাগছে৷ একটা কথা সবাইকে জানাতে চাই৷ স্পট ফিক্সিংয়ের ঘটনায় নাম জড়িয়ে যাওয়ার পর ইংল্যান্ডেই আমিরকে জিজ্ঞেস করেছিলাম, অভিযোগ কি সত্যি, ও কিন্তু আমাকে মিথ্যে বলেনি৷ সত্যিটাই বলেছিল৷ দোষ স্বীকারও করেছিল৷ এবার সামনে এগোনোর সময় হয়েছে৷ এই মুহূর্তে আমিরের পাশে আমাদের সবার থাকা উচিত৷’ তবে আফ্রিদি যতই স্বাগত জানান, পাশে থাকার কথা বলুন, পাকিস্তান ক্রিকেটেই এ বিষয়ে দ্বিমত রয়েছে৷ মোহাম্মদ হাফিজ এবং একদিনের দলের অধিনায়ক আজহার আলি সাফ জানিয়েছেন, এই ধরনের কলঙ্কিত ক্রিকেটারকে দলে নিলে, তারা দল ছেড়ে চলে যাবেন৷ আফ্রিদিকে এই ব্যাপারে প্রশ্ন করলে, তিনি বলেন, ‘স্পট ফিক্সিং কাণ্ড পাকিস্তান ক্রিকেটের ভয়ঙ্কর ক্ষতি করেছে৷ আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে৷ আজহার আর হাফিজের আবেগ, ভাবনাকে আমি শ্রদ্ধা করি৷ তবু বলছি, ওই ঘটনাকে ভুলে এবার বোধহয় আমাদের এগোনো উচিত৷ আশা করছি, আমির পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দেবে৷ ক্রিকেটের প্রতি, জাতীয় দলের প্রতি পূর্ণ নিষ্ঠা দেখাবে৷’ ৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে