রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৫:০৮

হামেস রোদ্রিগেজকে ধরলো পুলিশ!

হামেস রোদ্রিগেজকে ধরলো পুলিশ!

স্পোর্টস ডেস্ক : কী হল রিয়েল মাদ্রিদ খেলোয়াড়দের! স্টিয়ারিং হাতে পড়লেই লাগাম ছাড়া হয়ে যাচ্ছেন খেলোয়াড়রা। ভুলদিকে গাড়ি ঘুরিয়ে একদিন আগেই পুলিশকে চটিয়েছিলেন গ্যারেথ বেল। এবার গতিভঙ্গের দায়ে পুলিশ তাড়া করলো আরেক তারকা হামেস রোদ্রিগেজকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার। নিজের বাড়ি থেকে ভালদেবেবাসে অনুশীলনে যাচ্ছিলেন রোদ্রিগেজ। দেরি হয়ে যাওয়ায় স্বাভাবিক গতির থেকে অনেক বেশি (২০০ কিমিরই ওপর) জোরে গাড়ি চালানোয় পুলিশ ধরলো তাকে। ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, গাড়ি চালানোর সময়ে গতিভঙ্গ করায় সাইরেন বাজিয়ে এবং লাল আলো জ্বালিয়ে সতর্ক করা হয়েছিল রোদ্রিগেজকে। কিন্তু তা না দেখে গাড়ি চালাতেই থাকেন রোদ্রিগেজ। উপায়ান্তর না দেখে পুলিশ তাড়া করে ধরে ফেলে কলম্বিয়ার এই ফুটবলারকে। জেমস পুলিশকর্তাদের জানান, অনুশীলনে যেতে দেরি হয়ে যাচ্ছে দেখেই গাড়ির গতি বাড়িয়েছিলেন তিনি। এও জানান, গাড়ির ভেতরে জোরে গান চলতে থাকায় পুলিশের সাইরেনও শুনতে পাননি তিনি। পুলিসের কাছে সে জন্যে ক্ষমাও চেয়ে নেন। রোদ্রিগেজের জনপ্রিয়তা বিবেচনা করে তাকে সতর্ক করে ছেড়ে দেন পুলিশকর্তারা। এর আগে রিয়েলের আরেক খেলোয়াড় করিম বেনজিমাও জোরে গাড়ি চালানোয় তার লাইসেন্স ছ’মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। ৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে