রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৯:১৭:০৬

ক্রিকেট বিশ্বে দাপট দেখিয়ে অবিশ্বাস্য নাটক জমিয়েছে জিম্বাবুয়ে

ক্রিকেট বিশ্বে দাপট দেখিয়ে অবিশ্বাস্য নাটক জমিয়েছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : খেলার মাঠেই নাটক জমিয়েছে জিম্বাবুয়ে। অবিশ্বাস্যভাবে উন্থান ঘটে জিম্বাবুয়ের। ব্যর্থতার গ্লানিতে নিমজ্জ্তি জিম্বাবুয়ে বড় লজ্জা দিয়েছে শক্তিশালী প্রতিপক্ষকে। জিম্বাবুয়ে এমন নাটকের জন্ম দিতে পারবে সেটা বিশ্বাস করতেই কষ্ট হবে। জানানো যাক চমকে দেয়া এই বিষয়। ওয়ানডে ম্যাচে শক্তিশালী আফগানিস্তানকে মাত্র ৫৮ রানে গুটিয়ে দিয়েছে তারা। এখানে সর্বোচ্চ রান শেহজাদের। তিনি করেছেন ৩১ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান মাত্র ৭! জিম্বাবুয়ের যেন রুপকথাকে বাস্তবে রুপ দিল। দুই দেশের তৃতীয় ওয়ানডে ম্যাচে আফগানরা সিরিজ জয়ের টার্গেটে মাঠে নামে। জিম্বাবুয়ে অলআউট হয় ১৭৫ রানে। এই রানে হাসি খুশিতে জয় পাওয়ার কথা ছিল আফগানদের। কিন্তু সেখানে ১১৭ রানের পরাজয় তাদের। জংগুয়ে ও মাদজিবার বোলিংয়ে ভেঙ্গে পড়ে আফগানদের ব্যাটিং লাইনআপ। দুই জনে যথাক্রমে ৫ টি ও ৩ টি উইকেট শিকার করেন। ক্যাসিগোও পান দুটি উইকেট। জিম্বাবুয়ের অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর গল্পে আড়ালে পরে যায় আফগান বোলারদের সাফল্য। জিম্বাবুয়ের মাসাকাৎজা এ দিন ৮৪ রান করেন। জিম্বাবুয়ের বোলার চিমার করেন ৫৮ রান। ৩ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে