রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১১:০৩:২৪

নতুন বছরে ‘পুষিয়ে’ দেবেন সৌম্য

নতুন বছরে ‘পুষিয়ে’ দেবেন সৌম্য

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালে একের পর এক চমক দেখায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বসেরাদের আসর বিশ্বকাপে প্রথম বারের মত কোয়ার্টার ফাইনাল খেলার সৌভাগ্য অর্জন করেন সাকিব-মুশফিকরা। এছাড়া বিশ্বকাপ পরবর্তী ক্রিকেট পরাশক্তি ভারত-আফ্রিকা ও পাকিস্তানের কাছ থেকে জয়ের মুকুট ছিনিয়ে নেয় টাইগাররা। এককথায় সিনিয়র-জুনিয়রদের ইস্পাত কঠিন সমন্বয়ে সুন্দর একটি বছর পার করে বাংলাদেশ। গেল বছরটিতে বাংলাদেশ ক্রিকেটের বড় আবিষ্কার টাইগার সৌম্য। তার ব্যাটিং ঝলক, আর হাত ছেড়ে মেরে খেলার প্রবণতায় মুগ্ধ বিশ্ববাসী। তবে দুখের খবর হচ্ছে ইনজুরিতে পড়ায় বছর শেষে আয়োজিত বাংলাদেশের জনপ্রিয় হাই-ভোল্টেজ আসর বিপিএলে ঠিকভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। পুরাতন বছরের গ্লানিকে ঝেড়ে ফেলে সৌম্য চান নতুন বছরে নতুন করে জ্বলে উঠতে। দেশের জনপ্রিয় দৈনিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখন নতুন করে শুরু করতে প্রস্তুত। সামনে আমাদের যত খেলা, বেশিরভাগই টি-টোয়েন্টি। সেগুলো আবার বড় বড় টুর্নামেন্ট। ফলে আমাদের ভালো করার জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে তো একটা ম্যাচও রিল্যাক্স করার সুযোগ থাকবে না। ফলে আমাদের সেভাবেই তৈরি হতে হবে।’ স্বল্প আসরে ম্যাচ টি২০ তে খুব একটা খেলার অভিজ্ঞতা নেই সৌম্যের। বলেন, অভিজ্ঞতা কমের ঘাটতিটা পুষিয়ে নিতে হবে। আমি সিনিয়রদের সঙ্গে আলাপ করছি। কোচের সঙ্গে নিশ্চয়ই আলাপ করবো।’ ইনজুরি থেকে ফেরায় বিপিএলে খুব একটা ভালো করতে পারেনি সৌম্য। তবে কে সেটা থেকে ফিরে আসতে পারবেন তিনি। আসলে দুটোকে আমি আলাদা করে দেখছি। একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট, আরেকটা জাতীয় দলের হয়ে খেলা। জাতীয় দলে একটা ছন্দের মধ্যে ছিলাম, সেটাই মনে রাখতে চাচ্ছি। তাতে আত্মবিশ্বাস ধরে রাখাটা সহজ হয়। আর ক্যাম্পে ফিরলে সেটা আরো ভালোভাবে ফিরে আসবে বলে মনে হয়। ৩ জানুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/আরিফুর রহমান/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে