বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০, ১১:১৭:৪১

রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মত দল, বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ

 রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মত দল, বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ

আগামী বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেকগুলি আন্তর্জাতিক সিরিজ এবং টুর্নামেন্ট রয়েছে। অধিকাংশ সিরিজ গুলি রয়েছে বাংলাদেশের ঘরের মাঠে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মত দল। এর আগে আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের।

করোনা ভাইরাসের কারণে এখনও এই সিরিজ নিশ্চিত না হলেও সঠিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশে আয়োজন করতে চাই বিসিবি। আর ঠিক সেই কারণেই বাংলাদেশ ক্রিকেট আয়োজনের দিকে বেশি নজর দিচ্ছে বিসিবি।

তার কারণ করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব এটাই প্রমাণ করতে চাচ্ছে বিসিবি। যদি পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকে তাহলে আগামী কয়েক মাস টানা ক্রিকেট ম্যাচের মধ্যে থাকবে বাংলাদেশের ক্রিকেটাররা।

আর বিশ্ব ক্রিকেটের নজর বাংলাদেশের দিকে আনতেই নভেম্বরের ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। আর সেই কারণেই হয়ত আয়ারল্যান্ডের দেওয়া ওয়ানডে টুর্নামেন্টের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেট ফেরায় বিসিবি চাচ্ছে টুর্নামেন্টটা হইচই ফেলুক।

এজন্য ভালো মানের বিদেশি আনার প্রস্তাব উঠেছে নীতিনির্ধারকদের আলোচনায়। শুধু তাই নয় জাতীয় দলের সকল ক্রিকেটারদের এই টুর্নামেন্টের খেলা এক প্রকার বাধ্যতামূলক করে দিয়েছে বিসিবি।

এছাড়াও এই টুর্নামেন্টে সরাসরি টিভিতে সম্প্রচার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। মূলত এই টুর্নামেন্টটি সফল আয়োজন করেই ওয়েস্ট ইন্ডিজকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আমন্ত্রণ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু তাই নয় ৫ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে পারলে বিশ্বের যে কোনো দলকেই বাংলাদেশে খেলতে আমন্ত্রণ জানাতে পারবে বিসিবি।

এমনিতেই বাংলাদেশে আসতে তালবাহানা শুরু করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দল। আগামী বছর এই দুই দলের সাথে দেশের মাটিতে সিরিজ রয়েছে বাংলাদেশের।

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর ঐ মাসেই ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে