রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১১:২২:০৫

অস্ট্রেলিয়াসহ সব দেশকে অবাক করে নতুন বিশ্বরেকর্ড করেছে জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়াসহ সব দেশকে অবাক করে নতুন বিশ্বরেকর্ড করেছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : কে বা কল্পনা করেছে এমন কিছু যোগ হচ্ছে ক্রিকেট বিশ্বে। অস্ট্রেলিয়াসহ কোন ক্রিকেট দেশ যা পারেনি সেটা করেছে করেছে জিম্বাবুয়ে। হারতে হারতে কেনিয়ার পথে হাঁটা জিম্বাবুয়ের প্রত্যাবর্তন হয়েছে বড় বড় দেশগুলোর জন্য হুঙ্কার হিসাবেই। জিম্বাবুয়ের বোলাররাও গড়েছে বিশ্বরেকর্ড। ওয়ানডে ইতিহাসে এই প্রথম ৫০ রানের আগেই ৭ উইকেট হারানোর পরও ম্যাচ জিতে কোনো দল। আর এই দেশটি হলো জিম্বাবুয়ে। অষ্টম উইকেটে ১০৪ রানের জুটি গড়েন মাসাকাৎজা ও চিমা। অস্ট্রেলিয়াসহ সব দেশকে অবাক করে এই দুই ব্যাটসম্যানের ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড সৃষ্টি করে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বোলার জংগুয়ে ৫ ওভার ১ বল করে ৬ রান দিয়ে ৫টি উইকেট পেয়েছেন। এটি রেকর্ডের তালিকায় বিশ্বে তৃতীয় অবস্থানে উঠে আসে। আগের দুই ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের কাছে পরাজিত হয় জিম্বাবুয়ে। তৃতীয় ম্যাচে নাটকীয়ভাবে জ্বলে ওঠে তারা। বড় বড় ক্রিকেট শক্তির দেশেরও নেই এমন রেকর্ড ক্রিকেটে যোগ করে তারা। ৩ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে