শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০, ১২:১৮:৩৬

ক্রিকেটবিশ্বে টাকার জোর দেখায় ভারত : অজি কিংবদন্তি অ্যালান বর্ডার

ক্রিকেটবিশ্বে টাকার জোর দেখায় ভারত : অজি কিংবদন্তি অ্যালান বর্ডার

স্পোর্টস ডেস্ক : আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-ভারত সিরিজের সূচী এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে এরইমধ্যে ভারতীয়রা দাবি জানিয়েছে খসড়া সূচীতে পরিবর্তন আনতে। অস্ট্রেলীয় ক্রিকেটের ঐতিহ্য অনুযায়ী বক্সিং ডে টেস্টের পরপরই নিউ ইয়ার টেস্ট খেলতে রাজি নয় ভারতীয়রা। 

এ অবস্থায় সম্প্রচার প্রতিষ্ঠান চ্যানেল সেভেন এর তী'ব্র বিরোধি'তা করেছে। কেবল তারাই নয়, স'মালো'চকদের দলে এবার যোগ দিয়েছেন অজি কিংবদন্তি অ্যালান বর্ডার। ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থানের তী'ব্র সমালো'চনা করেছেন তিনি। ঐতিহ্য অনুযায়ী, ২৫ ডিসেম্বর বড়দিনের পরদিন থেকে শুরু হয় বক্সিং ডে টেস্ট। এরপর ৩ জানুয়ারি শুরু হয় নিউ ইয়ার টেস্ট। 

যুগের পর যুগ এভাবেই খেলে এসেছে অস্ট্রেলিয়ানরা। তবে এই সূচিতে খেলতে রাজি নয় ভারতীয়রা। তাদের দাবি, ক্রিকেটারদেরকে পর্যাপ্ত বিরতি দিয়ে ৭ জানুয়ারি থেকে শুরু করা হোক সিডনি টেস্ট। ভারতীয়দের এমন অবস্থানের প্রতিবা'দ জানিয়ে সাবেক অজি কিংবদন্তি অ্যালান বর্ডার বলেন, এটা কোনোভাবেই নেগো'শিয়েট করার বিষয় নয়। যদি বিশ্বব্যাপী চলমান ভাই'রাসের কারণে ম্যাচ পেছানোর কথা হতো, তাহলেও বিষয়টি ভাবা যেত। কিন্তু শুধুমাত্র তাদের বিশ্রাম দরকার সেজন্যে বক্সিং ডে টেস্ট এবং নিউ ইয়ার টেস্ট পেছাতে হবে, এটা খুবই অযৌ'ক্তিক দাবি। এটা 'রাবিশ' একটা দাবি।

সিরিজটি নিয়ে বর্ডারের এমন মাথাব্যথার কারণও অবশ্য আছে। কারণ ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যকার এই সিরিজটি পরিচিত বর্ডার-গাভাস্কার ট্রফি হিসেবে। তিনি বলেন, আমরা বছরের পর বছর ধ'রে এভাবে খেলে আসছি। ব্যাক টু ব্যাক ম্যাচ? এভাবেই তো ক্রিসমাস এবং নববর্ষে আমরা খেলছি! তাহলে এবার কেন নয়? ভারতীয়রা বিশ্রাম চায় সেজন্যে আমি ম্যাচটা পেছানোর পক্ষে নই কোনোভাবেই।

বর্ডার আরো বলেন, ভারতীয়রা আমাদের সঙ্গে মাইন্ডগেম খেলতে চায়। তারা মনে করে, ক্রিকেট বিশ্বের তারাই নিয়'ন্ত্রক। যদি আর্থিক দিক থেকে ভাবে তাহলে ঠিক আছে। তবে সবসময়ই নিজেদেরকে প্রভা'বশা'লী ভাবা ঠিক না। কিন্তু সূচির কথা যদি বলেন, আমি বলবো এটা শুধুই আমাদের ব্যাপার। এই তারিখগুলোতেই আমরা খেলবো এবং তাদেরকে আমাদের কথা মানতে হবে। আপনি অনেককিছু নিয়ে নেগো'শিয়েট করতে পারেন কিন্তু এই তারিখগুলো আমাদের ঐতিহ্য। এসবে আমরা ছাড় দিবোনা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে