রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১২:৪৬:৩৮

দল থেকে বাদ, একবুক কষ্ট নিয়ে মুখ খুললেন লিখন

দল থেকে বাদ, একবুক কষ্ট নিয়ে মুখ খুললেন লিখন

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে যায়গা হয়নি হ্যাট্টিক করা বোলার যুবায়ের আহমেদ লিখনের। এ নিয়ে ক্ষোভ-আক্ষেপের শেষ নেই লিখনের। যুবায়ের আহমদ লিখন মুখ খুলেছেন একবুক কষ্ট নিয়ে। এক সাক্ষাৎকারে যুবায়ের বলেছেন, খুব কষ্ট লেগেছে, জানেন! আমাকে যে কেউ দলে নেয়নি,সেটি তো জানে সবাই। একদিন স্টেডিয়ামে গিয়েছিলাম,তখন সবাই এমনভাবে আমার দিকে তাকাতে লাগল যে,খুব অসহায় লেগেছে। দ্রুত তাই স্টেডিয়াম ছেড়ে চলে এসেছি একাডেমীতে। আর যাইনি। যুবায়ের আহমেদ বলেন, বিপিএল মালিকরা আমাকে না চিনতে পারে কিন্তু বিসিবি তো ঠিকই আমাকে চিনে। লিখন দু:খ প্রকাশ প্রকাশ করে বলেন আমি সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও খেলেছি। কিন্তু বিসিবি ঘোষিত ২৭ জনের একজনও আমি হতে পারলাম না। কোথা থেকে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। লিখন বলেন, আমাদের দেশে লেগ স্পিনারদের কোনো মূল্য নেই। যুবায়ের আহমদ লিখন আরো বলেন, যতদিন খেলব লেগ স্পিনার হিসাবেই খেলব। সামনে বিসিএল রয়েছে। এখানে ভালো করতে পারলে ফের দলে ডাক পাব। ৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে