রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১২:৫৭:২৫

যে কারণে ছোটবেলায় গ্রাম ছেড়েছিলেন মুস্তাফিজ

যে কারণে ছোটবেলায় গ্রাম ছেড়েছিলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেটের বড় আবিষ্কার মুস্তাফিজুর রহমান । জাতীয় দলে সুযোগ পেয়েই বড় ধরণের চমক দেখান সাতক্ষীরার এই যুবক। নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচে তুলে নেন পাঁচ উইকেট। এই পর্যন্ত আন্তর্জাতিক সব ধরণের ক্রিকেটে ৩৬ টি উইকেট তুলে নেন তিনি। কিন্তু মুস্তাফিজের ছোট বেলাটা ছিল অন্য ধরণের। পড়াশুনায় খুবই অমনোযোগী ছিলেন তিনি। পরিবার অনেক চেষ্টা করেও তাকে পড়াশুনায় ফেরাতে পারেনি। বাবা-মায়ের ইচ্ছে ছিল ছেলে ডাক্তার হবে। কিন্তু মুস্তাফিজ তার বিপরীত। দেশের জনপ্রিয় একটি দৈনিকে উঠে আসে মুস্তাফিজের ছোট বেলার অজানা কিছু তথ্য। পত্রিকাটির বরাতে জানা যায়, মুস্তাফিজের অন্য ভাইয়েরা চাকুরি কিংবা পড়াশুনা করলেও সে শুধু খেলাধুলা করে বেড়াত। বড় হয়ে কী করে খাবে—এই ভেবে তার মায়ের ঠিকমতো ঘুম হতো না। এছাড়া একবার কাউকে কিছু না বলে মুস্তাফিজ হঠাৎ উধাও হয়ে যায় গ্রাম থেকে। পরে খোঁজ নিয়ে জানা যায় সে ক্রিকেট প্র্যাকটিস করতে সাতক্ষীরায় গেছেন। মুস্তাফিজের মা মাহফুজা খাতুন চেয়েছিল তার ছেলে ডাক্তার হয়ে নাম করুক। হ্যা ছেলে নাম করেছে। তবে সেটা ডাক্তার হয়ে নয়, জাতীয় দলের ক্রিকেটার হয়ে। ৩ জানুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/আরিফুর রহমান/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে