রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০১:৫৭:৪৫

আফ্রিদির পর আরেক খেলোয়াড়কে পাশে পেলেন আমির

আফ্রিদির পর আরেক খেলোয়াড়কে পাশে পেলেন আমির

স্পোর্টস ডেস্ক: পাঁচ বছরের নিষেদাজ্ঞা কাটিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পাকিস্তান জাতীয় দলের পেসার মোহাম্মদ আমির। তার ক্রিকেটে ফেরা নিয়ে বেশ কয়েকদিন হট্টগোল চললেও সবকিছুকে উপেক্ষা করে আসন্ন নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের ক্রিকেটে মাঠে নামা এখন সময়ের ব্যাপার আমিরের জন্য। কিউই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই রাখা হয়েছে পাকিস্তানের এই ক্যারিশম্যাটিক বোলারকে। প্রথমে দুই এক জন মনকষাকষি করলেও সর্বশেষ বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন সবাই। আমিরের দলে ফেরা নিয়ে আভিবাদন জানিয়েছেন দলের টি-২০ অধিনায়ক শহীদ আফ্রিদি। আর এবার পাকিস্তান দলের পাশাপাশি নিউজিল্যান্ড অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামও আমিরের পাশে দাঁড়ালেন। তিনি জানান, ‘আমিরকে অবশ্যই দলে সুযোগ দেয়া উচিত।’ আমিরের জন্য দুখের তথ্য হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে ভিসা জটিলতায় পড়তে পারেন তিনি। তবে ম্যাককালাম জানান আমিরকে ‘বেনিফিট অব ডাউটে’ অনুমতি দেওয়া হোক। তিনি আরও জানান, আমিরকে খেলার সুযোগ দেওয়া হোক। ৩ জানুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/আরিফুর রহমান/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে