রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৩:২৩:০৮

বিপিএলে আফ্রিদি-গেইলদের পাওনা টাকা নিয়ে গুরুতর অভিযোগ

বিপিএলে আফ্রিদি-গেইলদের পাওনা টাকা নিয়ে গুরুতর অভিযোগ

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে শেষ হয় ২০১৫ বিপিএল আসরের জমকালো আয়োজন। সদ্য সমাপ্ত বিপিএল নিয়ে বিদেশিরা গুরুতর অভিযোগ করেছে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেয় ৬৫ জন বিদেশি ক্রিকেটার। তাদের পাওনা পরিশোধ নিয়েই এই অভিযোগ করা হয়েছে। নিয়ম ভঙ্গ করে মানি লন্ডারিংয়ের অভিযোগ করা হয়েছে। আফ্রিদি, ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা এবং অন্যান্য বিদেশি খেলোয়াড়দের সম্মানী পরিশোধের ব্যাপারটির সঙ্গে মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠছে। বিদেশি মুদ্রায় বিপিএলে মূল্য পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক জানায় বিদেশি মুদ্রায় বিদেশি খেলোয়াড়দের সম্মানী দেয়া হলেও অনুমতি নেয়া হয়নি। এটাকে মানি লন্ডারিং হিসাবে গণ্য করা হচ্ছে। বিপিএলের দল মালিকদের বিরুদ্ধে আরো অভিযোগ করা হয় যে, তারা বিদেশি ক্রিকেটারদের কি পরিমাণ অর্থ দিয়েছে সেটা গোপন করেছে। তথ্যসূত্র : ইত্তেফাক ৩ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে