রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৪:২৮:৫৮

টাইগার মিরাজের কন্ঠে আশারবাণী

টাইগার মিরাজের কন্ঠে আশারবাণী

স্পোর্টস ডেস্ক: আগামী ২৭ জানুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া এই টুর্নামেন্টে অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে খেলবে স্বাগতিকরা। দীর্ঘসময় পর দেশের মাটিতে বসতে যাচ্ছে যুব বিশ্বকাপের আসর। আগের আসরগুলোতে টাইগার যুবাদের বড় কোনো সাফল্য না থাকলেও এবার আশারবাণীই শোনাচ্ছেন দলের অধিনায়ক মিরাজ। তিনি জানান, অর্জনের পাল্লাটা এবার ভারী করতে তার দলের সামর্থ্য আছে। আর বিসিবি কর্তারা বলছেন, বিশ্বকাপের আগে দল পর্যাপ্ত প্রস্তুতি পাওয়ায় এবারের আসরে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ আসছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। আর বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার যুবারা। সব মিলিয়ে বিশ্বকাপের আসল পরীক্ষার আগে প্রস্তুতির প্রশ্নে কোনো ঘাটতি রাখেনি বোর্ড। তাইতো, দলের অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। ২৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মিরাজদের বিশ্বকাপ মিশন। গ্রুপ 'এ' তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নামিবিয়া। ৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে