রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৫:৩২:১৮

নিজেকে টি-টোয়েন্টিতে খারাপ বলতে নারাজ মাহমুদুল্লাহ

নিজেকে টি-টোয়েন্টিতে খারাপ বলতে নারাজ মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: বছর শেষে লম্বা ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। রোববার প্রথম দিনটা সাকিব-তামিম ও ইমরুল কায়েসকে ছাড়াই প্যাকটিস করেছে তদের সতীর্থরা। আর ক্যাম্প চলাকালীন সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের অবস্থান নিয়ে কথা বলেন মাহমুদুল্লাহ। টি২০ ফরম্যাটে নিজের অবস্থান নিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘আমার মনে হয় না টি-টোয়েন্টিতে আমি খুব একটা খারাপ খেলোয়াড়। জানি না বিষয়টা অন্যরা কিভাবে দেখে। তবে আমি খুবই আত্মবিশ্বাসী এই ফরম্যাটের ক্রিকেটে। বিপিএল ভালো হওয়াতে আমার আত্মবিশ্বাস এখন অনেক ভালো। ক্রিকেট প্রতিনিয়ত নতুন অনেক কিছু শেখায়। আমাকে আরও কষ্ট করতে হবে। এর জন্য আমি প্রস্তুত।’ বিশ্বসেরাদের আসর বিশ্বকাপে নিজেকে প্রমাণ দেখানো ছাড়াও ব্যাট হাতে দারুণ ছিলেন মাহমুদুল্লাহ। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন। এই ধারাবাহিকতা ধরে রাখাটা ২০১৬ সালে বড় চ্যালেঞ্জ কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। এর জন্য আমার পরিশ্রমের পরিধিটা আরো বাড়াতে হবে। চেষ্টা করছি পরিশ্রম করে নিজেকে আরও ভালো খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করার। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। এখান থেকে পেছনে যাওয়ার কোন সুযোগ নেই।’ টপঅর্ডারে ব্যাটিংয়ে অনেকটা সাচ্ছন্দ্য বোধ করেন মাহমুদুল্লাহ। তবে এটা বরাবরের মতোই টিম ম্যানেজম্যান্টের হাতেই ছেড়ে দিতে চান মাহমুদুল্লাহ, ‘যদি ম্যানেজম্যান্ট চিন্তা করে উপরের দিকে ব্যাটি করাটাই ভালো, সেক্ষেত্রে করবো। এটা পুরোটাই টিম ম্যানেজ্যামেন্টের বিষয়। উপরে ব্যাটিং করার সুযোগ পেলে আরও ভালো হবে।’ ৩ জানুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/আরিফুর রহমান/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে