রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৫:৩৫:০৯

বৃষ্টিবিঘ্নিত দিনে সিডনিতে ব্যাটিং ঝড়

বৃষ্টিবিঘ্নিত দিনে সিডনিতে ব্যাটিং ঝড়

স্পোর্টস ডেস্ক: টেস্ট ম্যাচ বলে বৃষ্টিবিঘ্নিত দিনে ম্যাচের দৈর্ঘ্য কমানো হয়নি। তারপরও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিং ঝড় তোলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের বৃষ্টিবিঘ্নিত প্রথমদিন ৬ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজদের পক্ষে ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট সর্বোচ্চ ৮৫ রান করেছেন। এছাড়া শাই হোপ ৯, ড্যারেন ব্র্যাভো ৩৩, মারলন স্যামুয়েলস ৪, জারমেইন ব্লাকউড ১০ রান করেছেন। প্রথমদিন শেষে ক্রিজে আছেন দিনেশ রামদিন ২৩ ও কারলোস ব্র্যাথওয়েট ৩৫ রান নিয়ে। অস্ট্রেরিয়ার পক্ষে নাথান লায়ন ২টি, জশ হাজলেউড ১টি, জেমস প্যাটিনসন ১টি ও স্টিভ ও’কিফি ১টি করে উইকেট পেয়েছেন। ৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে