রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৬:২০:০৬

মাঠ কাঁপিয়ে জবাব দেবেন আমির

মাঠ কাঁপিয়ে জবাব দেবেন আমির

স্পোর্টস ডেস্ক: স্পোর্ট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর আবার পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। তাকে জাতীয় দলে ফিরতে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে ক্রিকেট মাঠে উইকেট শিকার করেই সমালোচকদের উচিত জবাব দিতে চান তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে অন্তর্ভুক্ত হবার পর এ প্রত্যয় ব্যক্ত করেছেন আমির। দীর্ঘ ৫ বছর নিষেধাজ্ঞা ভোগ করার পর চার মাস আগে মুক্তি পেয়ে ক্রিকেটে ফিরেছেন আমির। তবে তার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার প্রতিবাদে ক্যাম্প ত্যাগ করেন সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও ওয়ানডে অধিনায়ক আজহার আলী। সমর্থকরা ফের সাদরে গ্রহণ করবে বলে আত্মবিশ্বাস রয়েছে উল্লেখ করে আমির বলেন, আমি নিশ্চিত সমর্থকরা আমাকে ভালবাসবে। আগামী দিনে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন আমি এর জন্য প্রস্তুত। এ সব কিছুর জবাব দিতে আমি নিজের সেরাটা উজাড় করে দেব। সেই সঙ্গে থাকবে উইকেট সংগ্রহ ও সবার জন্য ভালবাসা। চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে পাকিস্তান তিনটি টি টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলবে। তবে সিরিজে আমিরের অংশগ্রহণের বিষয়টি নির্ভর করছে নিউজিল্যান্ডের ভিসা প্রাপ্তির ওপর। কারণ ২০১০ সালে ইংল্যান্ড সফরকালে আমিরসহ পাকিস্তানের আরো দুই ক্রিকেটারের স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটায়। ফলে তার বিরুদ্ধে ফৌজদারী অপরাধের মামলা রুজু হয়েছিল। সেখান অপরাধ প্রমাণিত হওয়ায় ছয় মাসের কারাবাস করতে হয়েছে এই পেসারকে। নিউজিল্যান্ডের দর্শকরাও তাকে ভালবাসবে বিশ্বাসী আমির বলেন, এর আগে আমি নিউজিল্যান্ড সফর করেছি। জানি তারা ক্রিকেট ভালবাসে এবং এই খেলাটির প্রতি যত্নবানও । সুতরাং আমি মনে করি না সেখানে অপ্রত্যাশিত কিছু ঘটবে। আমি নিশ্চিত তারা আমাকে গ্রহণ করে নেবে।’ ৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে