রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৬:৫১:১৬

সম্রাট ও সুন্দরী

সম্রাট ও সুন্দরী

স্পোর্টস ডেস্ক: নতুন বছরে টেনিস-যুদ্ধ নিয়ে কথা হচ্ছে ক্রীড়া জগতের সম্রাট রজার ফেডেরার এবং সুন্দরী মারিয়া শারাপোভা সাথে। নতুন বছরে দু’জনের মুখেই আছে গ্র্যান্ড স্ল্যাম জেতা নিয়ে। পুরুষ ও মহিলাদের দুই আকর্ষণ তাঁদের মুকুট ফিরে পাওয়ার লড়াই শুরু করবে ব্রিসবেন ইন্টারন্যাশানল ইভেন দিয়ে। ব্রিসবেন ইন্টারন্যাশানল থেকেই টেনিসভক্তদের সামনে হাজির হবে রজার ফেডেরার-ইভান লুবিবিচ জুটি। কিংবদন্তি স্তেফান এডবার্গের পর রজারের কোচিংয়ের দায়িত্ব এখন সুইজার ল্যান্ডের তারকার সাবেক প্রতিদ্বন্দ্বী লুবিচিচ-এর উপরে। ব্রিসবেনে পৌঁছেই নতুন কোচের প্রশংসায় পঞ্চমুখ ফেডেরার। আজ থেকে শুরু হচ্ছে ব্রিসবেন ইন্টারন্যাশানল। তার আগে ৩৪ বছর বয়সী ফেডেরার বলেছেন, ইভান-কে দীর্ঘদিন ধরে চিনি। ওর সবচেয়ে বড় গুণ, উনি কী চাইছেন সেটা ছাত্রদের কাছে স্পষ্টভাবে বলে দেন। আমরা কঠোর অনুশীলন করছি।’’ ফেডেরারের বিরুদ্ধে লুবিচিচ ১৩টি ম্যাচ খেলেছেন। হেরেছেন ১৩টিতে। প্রাক্তন প্রতিদ্বন্দ্বী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ফেডেরার বলেছেন, ‘‘আমরা একে অপরের বিরুদ্ধে বেশ কয়েকটা ম্যাচ খেলেছি। তাই লুবিচিচ আমার খেলার স্টাইল সম্পর্কে খুব ভাল করেই জানেন। সেটাই আমাকে কোচিং করানোর সময় ওঁকে সাহায্য করবে।’’ ব্রিসবেন পৌঁছেই বছরের প্রথম প্র্যাক্টিসে নেমে পড়েছিলেন ফেডেরার। প্র্যাক্টিসের পরে তিনি আক্রমণাত্মক টেনিস খেলার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, গতবছর অস্ট্রেলিয়ার ওপেনের পর থেকেই শিক্ষা নিয়েছিলাম যে খেলার গতি আরও বাড়াতে হবে। গতি বাড়ানোর সঙ্গে সঙ্গেই আগ্রাসনও বেড়ে গিয়েছিল।’’ গত মৌসুসে অস্ট্রেলিয়ার ওপেনের তৃতীয় রাউন্ডে ইতালির আন্দ্রেয়া সেপ্পি-র কাছে হেরে গিয়েছিলেন ফেডেরার। সেই হারের ব্যাখা দিতে গিয়ে ফেডেরার বলেছেন, ‘‘পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা অসুবিধা হয়েছিল। আশা করছি এবার আর সেই সমস্যা হবে না। বর্তমানে ১৭টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে রজার ফেডেরারের ঝুলিতে। পুরুষ তারকাদের মধ্যে যা সর্বাধিক। তবু এখানেই থামতে রাজি নন ফেডেরার। নতুন বছরে অন্তত আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জিততে চান তিনি। সুইস তারকা বলেছেন, ‘‘নতুন বছরে চাইব কমপক্ষে আরও একটা গ্র্যান্ড স্ল্যাম জিততে। গতবছরে বেশ কয়েকবার লক্ষ্যের কাছে পৌঁছলেও শেষপর্যন্ত জিততে পারিনি।’’ বিশ্বের একনম্বর তারকা এবং গতবছরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা নোভাক জকোভিচের উচ্ছ্বসিত প্রশংসা করে রজার বলেছেন, ২০১৫-টা ছিল জোকারের বছর। ও অবিশ্বাস্য ফর্মে খেলেছে।’’ পাশাপাশি ফেডেরার আরও বলেছেন, গ্র্যান্ড স্ল্যাম না জিতলেও আমার কোনও আক্ষেপ নেই। কোনও হতাশাও কাজ করছে না। কারণ কোর্টে নেমে আমি টেনিস উপভোগই করছি। আমি টেনিস জীবনে এতগুলো সাফল্য পেয়েছি নতুন করে কোনও খেতাব জিততে না পারলে ভেঙে পড়ব না। সূত্র-এবেলা ৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে