রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৭:৫২:৫১

নতুন মুখ রনির সাথে হালকা মেজাজে টাইগাররা

নতুন মুখ রনির সাথে হালকা মেজাজে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর ১৯ দিনের ছুটি কাটিয়ে আবার হালকা মেজাজে মাঠে ফিরলেন টাইগাররা। আজ থেকে শুরু হলো তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাম্প। ক্যাম্প টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে শুরু হলেও তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি এশিয়া কাপও। তারপর মাশরাফিরা যাবেন বিশ্বকাপ মিশনে। গত বছরটা বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ততম বছর। সবচেয়ে বেশি সাফল্যও এসেছে গত বছর। বছরের শুরুতেই বিশ্বকাপ খেলেন মাশরাফিরা। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনাল। এরপর ঘরের মাঠে পাকিস্তান,ভারত দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয়। সব মিলিয়ে ২০১৫ সালটা ছিলো সোনায় মোড়ানো। বছর শেষে বিপিএল অনুষ্ঠিত হয়। সেখান থেকে উঠে আসেন আবু হায়দার রনি। তার বাঁহাতি পেসও তুমুল আলোচনার বিষয় উঠে। দারুণ বোলিং করে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ওই তরুণ। ৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/ আল-আমিন /এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে