সোমবার, ০২ নভেম্বর, ২০২০, ১১:০৬:৫৬

দলের প্রয়োজনে সময় মতই জ্বলে উঠলেন এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার

 দলের প্রয়োজনে সময় মতই জ্বলে উঠলেন এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: সাড়ে ১৫ কোটি রুপির বিনিময়ে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে নিলাম থেকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এক হিসেবে দেখা গেছে, আইপিএলের প্রতিটি ম্যাচ খেললে, তার ডেলিভারি প্রতি কেকেআরের খরচ হবে সাড়ে ৫ লাখ টাকা করে।

কিন্তু এতো দামের এই পেসার নিজেকে যেন প্রথম থেকেই খুজে পাচ্ছিলেন না। রঙহীন ছিলেন প্রায় সব ম্যাচেই। বলা যায় বল হাতের চাইতে ব্যাট হাতেই ছিলেন বেশি সফল। কিন্তু দলের প্রয়োজনে সময় মতই জ্বলে উঠলেন এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার।

রোববান লিগ পর্বের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারলে নিশ্চিত বিদায় কেকেআরের। এমন পরিস্থিতিতে রাজস্থানের সামনে ১৯২ রানের বিশাল লক্ষ্য বেধে দেয়ার পর কামিন্সের গতির তোপে পড়ে ১৩১ রানেই থেমে যায় রাজস্থান রয়্যালস।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কামিন্সের তোপের মুখে পড়ে রাজস্থান। বোলিংয়ে এসে প্রথম ৫ বলে ১৯ রান দেওয়া কামিন্স শেষ বলে উথাপ্পাকে ফিরিয়ে ৮ ম্যাচ পর পাওয়ারপ্লেতে উইকেটের দেখা পান। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে এবার ফেরান স্মিথ-স্টোকসকে।

রাজস্থানের টপ অর্ডারে কামিন্স ধ্বস নামিয়ে দেন রীতিমতো। নিজের কোটার তৃতীয় ওভারে এসে আবারো উইকেটের দেখা পান কামিন্স। তার আগুনে বোলিংয়ে অসহায় হয়ে রাজস্থানের ইনিংস থামে ১৩১ রানে। ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন কামিন্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে