সোমবার, ০২ নভেম্বর, ২০২০, ০৭:৪৬:৪৩

আজ মাঠে আকবর আলীর ব্যাটিং ঝলকে অবাক সবাই, ১৪টি চার ও ২টি ছক্কায় ১০০

আজ মাঠে আকবর আলীর ব্যাটিং ঝলকে অবাক সবাই, ১৪টি চার ও ২টি ছক্কায় ১০০

স্পোর্টস ডেস্ক: আজ আকবর আলীর ব্যাটিং ঝলকে অবাক সবাই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে আজ দুই ভাগে ভাগ হয়ে খেলছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। প্রথম দিনেই আগে ব্যাট করতে নেমে আফিফ হোসেন একাদশের উইকেটকিপার-ব্যাটসম্যান আকবর আলী সেঞ্চুরি পূরণ করেছেন।

বিসিবি প্রেসিডেন্ট কাপে তেমন একটি ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি আকবর আলী। তবে বাংলাদেশে এইচপি দলের হয়ে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আফিফ একাদশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল হাসান জয়। তানজিদ হাসান তামিম ৩৫, মাহমুদুল হাসান জয় ৩০ রান করে আউট হন। এই দুই উইকেট তুলে নেন রেজাউর রহমান রাজা ও শরিফুল ইসলাম।

এছাড়াও অধিনায়ক আফিফ ১২ রান করে সাজঘরে ফেরেন। দ্রুত তিন উইকেট হারিয়ে খুবই চাপে পড়ে আফিফ একাদশ। তবে চাপ সামাল দেন শাহাদাত হোসেন দিপু এবং আকবর আলী। আউট হওয়ার আগে ৯৪ রান করে আউট হন শাহাদৎ হোসেন দিপু।

দিপু আউট হলেও অন্য প্রান্ত থেকে সেঞ্চুরি তুলে নেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। ১৪টি চার ও ২টি ছক্কায় ১৩৭ বলে ১০০ রান করে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী শামিম পাটোয়ারিও খেলছেন ওয়ানডে মেজাজে।

৩৪ রানে অপরাজিত এই ব্যাটসম্যান নোমান চৌধুরী সাগরের এক ওভারে নেন ২৪ রান। সর্বশেষ ৩ ওভারে ৪৪ রান এসেছে ‘এ’ দলের, এর মধ্যে শামিমের রানই ৩৪। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৯ ওভারে ৪ উইকেটে ৩২২ রান সংগ্রহ করেছে আফিফ একাদশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে