রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১০:০৩:৩৭

আমির ফের কাঁদলেন, কাঁদালেন

আমির ফের কাঁদলেন, কাঁদালেন

স্পোর্টস ডেস্ক: ২০১০ সালে লর্ডস্‌ টেস্টে স্পট ফিক্সিং-এর দায়ে পাকিস্তানের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ আমির। তবে নিষেধজ্ঞা কাটিয়েগত বছরের অক্টোবরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফেরেন তিনি। পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্মেন্স দেখানোই পাকিস্তান জাতীয় দলেও সুযোগ মেলেছে তার। আসন্ন নিউজিল্যান্স সফরে তিনি পাকিস্তানের জার্সি গায়ে আবারো মাঠ কাঁপাবেন। আসন্ন এই সফর সম্পর্কে আমির বলেন, ‘নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে আমিরের এই প্রত্যাবর্তনের লড়াইটা সোজা হবে না। এটা মেনে নিয়েই নিজের সেরাটাই উজাড় করে দিতে চান আমির। বললেন, 'জানি ফেরার যুদ্ধটা সহজ হবে না। তবে মানসিক ভাবে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য আমি প্রস্তুত।' তবে জাতীয় দলের হয়ে খেলার পূর্বেই তিনি নানা সমালোচনার মুখে পড়েন। তার প্রত্যাবর্তনের সময় পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক আজাহার আলী পদত্যাগ করেন। পরে অবশ্য পিসিবির হস্তক্ষেপে তিনি পদত্যাগপত্র উড্র করেন। প্রত্যাবর্তনের এ সময়ে অন্ধকার অতীতের দিকে ফিরে তাকাতে চান না আমির। স্বীকার করে নিয়েছেন নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁর এই প্রত্যাবর্তনের লড়াইটা সোজা হবে না, তবু নিজের সেরাটাই উজাড় করে দিতে চান আমির। পাশাপাশি এও জানান আগের ভুলটির আর পুনরাবৃত্তি ঘটবে না। আমির নিজের ভুল স্বীকার করে নিয়ে কেঁদে কেঁদে বলেন, 'জানি কতটা ঘৃণ্য কাজ করেছি তা আমি জানি। কিন্তু এমন কাজ করার পরও যে মাঠে ফিরে প্রায়শ্চিত্ত করার সুযোগ পাচ্ছি, এ জন্য আল্লাকে ধন্যবাদ। এমন কাজ আর কখনও করব না। এখন থেকে শুধু বল করা আর উইকেট নেওয়াই আমার কাজ। আর কিচ্ছু না।' সামলোচকদের উদ্দেশ্যে আমির বলেন, 'যারা আমার উপর আস্থা রেখে আমার হয়ে কথা বলেছেন, তাঁদের বিশ্বাসের জবাব দিতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে গত এক বছর ধরে আমি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে অনেক চর্চা করেছি। মাঠে ব্যাটসম্যানদের আচরণ এখন যে অনেক পাল্টেছে, তাও লক্ষ্য করেছি। এটা এ বার কাজে লাগবে, আশা করি।' ৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে