রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১০:০৪:১৮

বিপিএলে ঝড় তোলা সেই তিন তরুণ ক্রিকেটারের অভিষেক

বিপিএলে ঝড় তোলা সেই তিন তরুণ ক্রিকেটারের অভিষেক

স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হলো টাইগারদের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাম্প। ক্যাম্প টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে শুরু হলেও তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই ক্যাম্পে অভিষেক হয়েছে সদ্যশেষ হওয়া বিপিএল তৃতীয় আসরের ঝড় তোলা তিন তরুণ ক্রিকেটার আবু হায়দার রনি, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকতের। ২০১৫ এর মতো ২০১৬ সালটাও টাইগাররা পার করবে ব্যস্ত ক্রিকেট সূচির মধ্যে দিয়ে। এরই মধ্যে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে অভিজ্ঞ টাইগারদের পাশাপাশি আছেন বেশ কয়েকজন তরুণ টাইগার। আগামী ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ মিশন শেষ করবেন অধিনায়ক মাশরাফি। জিম্বাবুয়ের সিরিজে দুই একজন নতুন ও তরুণ প্রতিভাকে দলে রাখতে চাচ্ছেন নির্বাচকরা। হিসেব অনুসারে আবু হায়দার রনির সম্ভাবনাই বেশি। এই বিষয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘আসলে বিশ্বকাপের আগে আমাদের সামনে রয়েছে জিম্বাবুয়ে সিরিজ ও এশিয়াকাপ। যে কারণে আমাদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে। আমরা সেটি করবো। আশা করি দলে ২-১ জন নতুন মুখ থাকবে। চূড়ান্ত দল ঘোষণা না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না জাতীয় দলের জার্সির গায়ে কার অভিষেক ভাগ্যটা গড়াবে। ৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/ আল-আমিন /এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে