মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০, ১০:০৮:৩৯

সকল প্রস্তুতি শেষ করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশে ফিরছেন সাকিব

সকল প্রস্তুতি শেষ করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দিয়েই মাঠে ফিরতে চেয়েছিলেন সাকিব আল হাসান।

সে কারণে যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিকেএসপিতে ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে ছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে যাওয়ার কারণে আবারো পরিবারের কাছে ফিরে যান সাকিব আল হাসান। এদিকে নভেম্বরের শেষের দিকে ৫ দলের একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ইতিমধ্যেই এই টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রায় সকল প্রস্তুতি শেষ করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টের খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাকিব।

তবে এর আগে বিকেএসপিতে ব্যক্তিগতভাবে অনুশীলন করলো এবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন সাকিব। এদিকে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইকন ক্যাটাগরিতেই দেখা যাবে সাকিব আল হাসানকে।

শুধু তাই নয় মাঠে ফিরেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এবং বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান এবং ৩৫০+ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব আল হাসান। আর এই রেকর্ড গড়তে হলে সাকিব আল হাসানকে করতে হবে আর মাত্র ৩০ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে