রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১০:২৩:৪২

রেকর্ড করে সাফ শিরোপা জিতলো ভারত

রেকর্ড করে সাফ শিরোপা জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক: রেকর্ড করে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো স্বাগতিক ভারত। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গেল আসরের চ্যাম্পিয়ন আফগানিস্তানকে হারিয়ে সর্বোচ্চ সপ্তম শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছে তারা। রোববার ভারতের কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। অবশ্য ফাইনালে প্রথম গোলের দেখা পেতে উভয় দলকে ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৭০ মিনিটে আফগানিস্তানের জুবায়ের আমিরি গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ৭২ মিনিটে ভারতের লালপেখলুয়ার গোলে ম্যাচে সমতা ফেরে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতা থাকে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ম্যাচের ১০১ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রির গোলে শিরোপা নিশ্চিত হয় ভারতের। এর আগে ভারত ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯ ও ২০১১ সালে সাফের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। ৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/ আল-আমিন /এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে