রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১০:৪৩:২৪

ছোট্ট একটি কারণে বার্সার একাদশে ছিলেন না তুরান-ভিদাল

ছোট্ট একটি কারণে বার্সার একাদশে ছিলেন না তুরান-ভিদাল

স্পোর্টস ডেস্ক: গতকাল বার্সেলোনা নিজেদের শেষ ম্যাচে কোন ভাবেই যখন গোলের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তখনও কোচ এনরিকে মাত্র একজন খেলোয়াড় পরিবর্তন করেছিলেন। সেটাও আবার দ্বিতীয়ার্ধে। কোচ কেন খেলোয়াড় পরিবর্তন করেন নি সেটার উত্তর কোচেই দিতে পারবেন। তবে একাদশে আরদা তুরান ও অ্যালেক্স ভিদালকে না রাখায় ভক্তদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বার্সা কোচ। এই মৌসুমের শুরুতেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে মিডফিল্ডার তুরান ও সেভিয়া থেকে রাইট-ব্যাক ভিদালকে দলে নিয়ে আসে বার্সা। তবে দলবদলে নিষেধাজ্ঞার কারণে এঁদেরকে দলে নিবন্ধন করাতে পারেনি কাতালান ক্লাবটি। গত পরশু শেষ হয়ে গেছে নিষেধাজ্ঞার মেয়াদ। তবু কেন এই দুজনকে গতকাল ম্যাচে দেখা যায়নি? বিশেষ করে এমন এক ম্যাচে, যেখানে সপ্তাহের মাঝপথে খেলার ক্লান্তির ছাপ ছিল বার্সার সবার চেহারায় স্পষ্ট। কারণ নববর্ষের ছুটি। নতুন বছর ছুটি কাটিয়ে এখনো খোলেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অফিস। এই কারণে ভিদাল ও তুরানকে নিবন্ধিত করাতে পারেনি বার্সেলোনা। ছুটি শেষে আগামীকাল খুলবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অফিস। কালই তাই এই দুই খেলোয়াড়ের নিবন্ধনের সব কাজ বার্সা শেষ করে রাখার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে আগামী ৬ জানুয়ারি কোপা দেল রের ম্যাচে এই এস্পানিওলের বিপক্ষেই বার্সার জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে তুরান ও ভিদালের। ৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে