বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ০৯:০৭:১৯

অবশেষে জায়গা পেলেন আশরাফুল

অবশেষে  জায়গা পেলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক: আগামী ২০-২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত ৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের ফিটনেস টেস্ট এর জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেক আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে ওই টুর্ণামেন্টে খেলতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রিকেটারদের।

তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে এই টেস্ট দিতে হবে নিষেধাজ্ঞা থেকে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এছাড়াও জায়গা পেয়েছে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ইন্ডোর সেন্টারে ফিটনেস টেস্ট দিবে ক্রিকেটাররা। আর দুইদিন ধরেই চলবে এই ফিটনেস পরীক্ষা। প্রথম সেশনেই ফিটনেস টেস্ট দিবেন সাকিব আল হাসান।

ফিটনেস টেস্টে ক্রিকেটারদের তালিকা: তারিখ : ৯-১১-২০, সময় : সকাল ১০টা থেকে ১১টা : সাকিব আল হাসান, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালি, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম,

জাকের আলি অনিক্‌, মেহেদী হাসান রানা, আরাফাত সানি, রাকিবুল হাসান, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দীক, সোহরাওয়ার্দী শুভ ও শুভাগত হোম চৌধুরী।

তারিখ : ৯-১১-২০, সময় : সকাল ১১টা থেকে দুপুর ১২টা : শুভাশিষ রায়, মোহাম্মদ নুরুজ্জামান, মোহর শেখ অন্তর, শাখাওয়াত হোসেন সাইমন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী,

সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নুর হোসেন সাদ্দাম, সাজিদুল, ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, আব্দুর মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলি ও জাকির হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে