রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১১:০৫:৫৬

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ১১ জানুয়ারি বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে। এ সিরিজের জন্য টাইগাররা অনুশীলন শুরু করে দিয়েছে।৭ জানুয়ারি মিরপুরে অনুশীলন করার পর ৮ তারিখ সিলেট যাবে দল। সিলেটেই হবে সবগুলো ম্যাচ। ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি হবে ম্যাচগুলো। আজ সকালে ২৭ ক্রিকেটারের মধ্যে ২৫ জন রিপোর্ট করেছেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ক্যাম্পে যোগ দেননি সাবিক আল হাসান। আর কিছু দিন আগে নাকের অপারেশন করানো ইমরুল কায়েসও ছিলেন না উপস্থিত। তামিম সকালে রিপোর্ট করেই ট্রেইনারের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে গেছেন। জিম্বাবুয়ে সিরিজের জন্য এরই মধ্যে ২৭ ক্রিকেটারের থেকে ১৪ ক্রিকেটারকে বাছাই করে ফেলেছে বিসিবির নির্বাচক প্যানেল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে দল পাঠিয়েছেন নির্বাচকরা। সবুজ সংকেত পেলে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। দল নির্বাচনের কথা জানিয়ে বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘১৪ জনের একটা স্কোয়াড দিয়ে দিচ্ছি। সভাপতি বাছাই করবে। ২৭ জনের স্কোয়াডের থেকে ১৪ জনকে নির্বাচন করা হয়েছে। লম্বা টি-টোয়েন্টি ম্যাচের কথা বিবেচনা করে স্কোয়াড দিয়েছিলাম। এবার শুধু ১৪ জনেরটাই দেয়া হচ্ছে। এর মধ্যে যারা বাদ যাবে তারা বিসিএল খেলার জন্য ব্যস্ত থাকবে। ৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/ আল-আমিন /এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে