শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ০৪:৪৩:৩৪

ম্যাক্সওয়েলকে '১০ কোটির চিয়ার লিডার' উপাধি দিলেন শেওয়াগ

ম্যাক্সওয়েলকে '১০ কোটির চিয়ার লিডার' উপাধি দিলেন শেওয়াগ

স্পোর্টস ডেস্ক : করোনা পরিস্থিতির মাঝেই এই বছরের মত সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এই আইপিএলে চূড়ান্ত ব্যর্থ প্লেয়ারের তালিকা যদি কেউ থেকে থাকেন তিনি অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিপুল টাকা দিয়ে কেনা এই অজি ক্রিকেটারের ব্যর্থতার জেরে তাকে এবার একহাত নিলেন বীরেন্দ্র শেওয়াগ। গোটা আইপিএলে তার ফ্লপ শো-এর কারণে ম্যাক্সওয়েলকে '১০ কোটির চিয়ার লিডার' বললেন তিনি। 

আরব আমিরাতে এবারের আইপিএলে শুরু থেকেই হতাশাপূর্ণ পারফরম্যান্স করে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০২০ সালের আইপিএলে প্রীতি জিন্টার দল কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাক্সওয়েলকে কিনেছিল ১০.৭৫ কোটি টাকা খরচ করে। অথচ বিপুল অংকের এই ম্যাক্সওয়েলের পারফরম্যান্স চূড়ান্ত হতাশাপূর্ণ। ১৩ ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র ১০৮ রান। স্ট্রাইক রেট ১০১.৮৮। আর গড় ১৫.৪২। 

এ বিষয় নিয়ে এক খোলামেলা আড্ডায় এ প্রসঙ্গেই মুখ খোলেন। ম্যাক্সওয়েলকে ১০ কোটির চিয়ারলিডার বলে উল্লেখ করেন বীরেন্দ্র শেওয়াগ। তিনি বলেন, '১০ কোটি টাকার এই চিয়ারলিডার গ্লেন ম্যাক্সওয়েল পাঞ্জাবের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেল। বিগত কয়েক বছর ধরে খারাপ পারফরম্যান্স করে এসেছেন এই ক্রিকেটার। চলতি বছর তিনি আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। সহজ ভাষায় এটিকে বলে হাইলি পেইড ভ্যাকেশন।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে