শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ০৭:০২:০১

যুবলীগের প্রেসিডিয়াম সদস্যদের তালিকায় মাশরাফির নাম নেই

যুবলীগের প্রেসিডিয়াম সদস্যদের তালিকায় মাশরাফির নাম নেই

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পদ পাওয়ার একটি খবর ভাইরাল হয়েছে। কিন্তু খবরটি 'সত্য নয়'। কারণ, প্রেসিডিয়াম সদস্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে তার নাম নেই।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পাঠানো শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। তবে শনিবার যুবলীগের যে কমিটি ঘোষণা হয়েছে সেখানে প্রেসিডিয়ামে মাশরাফির নাম নেই। ৮ সদস্যদের প্রেসিডিয়ামে অবশ্যই একটি নাম ফাঁকা রয়েছে।

যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এ কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে এসেছে নতুন মুখ, সিসি কমিটির সদস্য ও সাবেক কমিটির বেশ কয়েকজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে