রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ০৯:০৩:১১

মাঠে ব্যাট করতে নেমে নতুন বিতর্কের জন্ম দিলেন শাহিদ আফ্রিদি

মাঠে ব্যাট করতে নেমে নতুন বিতর্কের জন্ম দিলেন শাহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : শনিবার পাকিস্তান সুপার লিগের ম্যাচে নতুন বিতর্কের জন্ম দিলেন শাহিদ আফ্রিদি। ২০১৪ সালে ঘাড়ে বলের আঘাতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের প্রয়াণের পর থেকে ক্রিকেট মাঠে হেলমেট নিয়ে সচেতনতা বাড়িয়েছে আইসিসি। বাড়তি নিরাপত্তার জন্য হেলমেট প্রস্তুত কারী সংস্থাগুলি গ্রিলের সংখ্যাও বাড়িয়েছে। 

তবে এসব কিছু না করে আফ্রিদি এবার নতুন ধরনের গ্রিল ব্যবহার করে বিতর্ক তৈরি করলেন। আইপিএলের মাঝে কয়েক সপ্তাহ আগেই কিংবদন্তি শচিন টেন্ডুলকার, পেসার বা স্পিনার দেখে নয় মাঠে থাকলে সবসময়ই ব্যাটসম্যানদের হেলমেট পরে থাকার নিয়ম তৈরি নিয়ে আইসিসিকে অনুরোধ জানিয়েছিলেন। তবে শনিবার পাকিস্তান সুপার লিগ অর্থাত্‍ পিএসএলের ম্যাচে অবশ্য একেবারে অন্য দৃশ্য ধরা পড়েছে। 

নতুন এক অদ্ভুত ধরনের হেলমেট পরে ব্যাট করতে নেমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আফ্রিদি। সেই সঙ্গে প্রবলভাবে সমালোচিতও হলেন এই তারকা অল-রাউন্ডার। হেলমেটের সামনের গ্রিল মুখের সামনে নাক, মুখ, চোখকে গার্ড করে। সেখানেই অদ্ভুত ডিজাইনের হেলমেট পড়ে আফ্রিদি মাঠে নামেন। হেলমেটের সামনে পুরো ফাঁকা। নেই কোনও গ্রিল।

এমনই বিপজ্জনক হেলমেট পরেই বাইশ গজে ফিরেই চমকে দেন শাহিদ আফ্রিদি। যা দেখে সকলেই হকচকিত হয়ে যান। আফ্রিদি মাঠে নামার পরই বিষয়টা ধারাভাষ্যকারদের চোখে পড়ে। এরপর সোশ্যাল মিডিয়ার দৌলতে তা ভাইরাল হয়ে যায়। এই হেলমেটের কারণে অনেকেই আফ্রিদির নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন, কেন এমন ঝুঁকির ক্রিকেট, আফ্রিদিকে নিয়ে উঠছে প্রশ্ন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে